ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি?

ক) বেতালপঞ্চবিংশতি
খ) সীতার বনবাস
গ) অতি অল্প হইল
ঘ) শকুন্তলা
বিস্তারিত ব্যাখ্যা:
'অতি অল্প হইল' এবং 'ব্রজবিলাস' তাঁর দুটি ব্যঙ্গাত্মক মৌলিক রচনা। 'বেতালপঞ্চবিংশতি' (হিন্দি থেকে), 'শকুন্তলা' (সংস্কৃত থেকে) এবং 'সীতার বনবাস' (সংস্কৃত থেকে) তাঁর অনূদিত বা ভাবানুদিত গ্রন্থ।

Related Questions

ক) কমলে কামিনী
খ) চক্ষুদান
গ) বিধবা বিবাহ
ঘ) ভদ্রার্জুন
Note : কমলে কামিনী' (১৮৭৩) দীনবন্ধু মিত্রের রচিত একটি নাটক। তাঁর সবচেয়ে বিখ্যাত নাটক 'নীলদর্পণ'। 'বিধবা বিবাহ' নাটকটি উমেশচন্দ্র মিত্রের রচনা।
ক) রাখালী
খ) মাটির কান্না
গ) বেদের মেয়ে
ঘ) বোবা কাহিনী
Note : বেদের মেয়ে' (১৯৫১) জসীমউদ্‌দীনের রচিত একটি বিখ্যাত নাটক। 'রাখালী' ও 'মাটির কান্না' তাঁর কাব্যগ্রন্থ এবং 'বোবা কাহিনী' তাঁর রচিত একমাত্র উপন্যাস।
ক) নীঃ + রব
খ) নিঃ + রব
গ) নি + রব
ঘ) নী + রব
Note : এটি একটি নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি। নিয়ম অনুযায়ী 'নিঃ + রব = নীরব' হয়। এখানে বিসর্গ (ঃ) লুপ্ত হয় এবং তার পূর্ববর্তী স্বর দীর্ঘ হয় (ই-কার থেকে ঈ-কার)।
ক) উষ্ণ
খ) শুষ্ক
গ) শীতল
ঘ) সিক্ত
Note : 'আর্দ্র' শব্দের অর্থ ভেজা বা সিক্ত। এর সঠিক বিপরীতার্থক শব্দ হলো 'শুষ্ক', যার অর্থ শুকনো।
ক) আরজ
খ) সতীর্থ
গ) করদ
ঘ) কৃতজ্ঞ
Note : যে উপকারীর উপকার স্বীকার করে বা তার উপকার করে, তাকে এক কথায় 'কৃতজ্ঞ' বলা হয়। এর বিপরীত হলো 'অকৃতজ্ঞ'।
ক) জাতিবাচক
খ) নামবাচক
গ) বস্তুবাচক
ঘ) সমষ্টিবাচক
Note : নদী' শব্দটি দ্বারা কোনো নির্দিষ্ট নদীকে না বুঝিয়ে সকল নদীকে সাধারণভাবে বোঝানো হয়, অর্থাৎ এটি একটি জাতির বা শ্রেণির সাধারণ নাম। তাই 'নদী' একটি জাতিবাচক বিশেষ্য। 'তিতাস' হলো নামবাচক বিশেষ্য।

জব সলুশন

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন