শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয়-
ক) বছরে একবার
খ) বছরে দুইবার
গ) বছরে তিনবার
ঘ) এর কোনটিই নহে
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলাদেশে শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বছরে দুইবার (সাধারণত ৬ মাস অন্তর) ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন পরিচালিত হয়।
Related Questions
ক) জুন ২২, ১৭৫৭
খ) জুন ২৪, ১৭৫৭
গ) জুন ২৩, ১৭৫৭
ঘ) জুন ২৫, ১৭৫৭
Note : পলাশির যুদ্ধ ছিল বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে একটি নিষ্পত্তিমূলক যুদ্ধ। এই যুদ্ধটি ১৭৫৭ সালের ২৩ জুন সংঘটিত হয় এবং এর ফলে বাংলায় ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপিত হয়।
ক) ১০ নং সেক্টর
খ) ১১ নং সেক্টর
গ) ৮ নং সেক্টর
ঘ) ৯ নং সেক্টর
Note : মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। এর বাইরে নৌ-কমান্ডোদের নিয়ে ১০ নং সেক্টর বা নৌ-সেক্টর গঠিত হয়েছিল, যার কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমানা ছিল না। তারা দেশের অভ্যন্তরীণ নৌপথে অভিযান পরিচালনা করত।
ক) আই. এল. ও
খ) হু (WHO)
গ) ASEAN (আশিয়ান)
ঘ) উপরের সবকটি
Note : আই.এল.ও (International Labour Organization) এবং হু (World Health Organization) উভয়ই জাতিসংঘের বিশেষায়িত সংস্থা। কিন্তু ASEAN (Association of Southeast Asian Nations) একটি স্বতন্ত্র আঞ্চলিক সংস্থা, এটি জাতিসংঘের অন্তর্ভুক্ত নয়।
ক) ভিয়েনা
খ) জেনেভা
গ) প্যারিস
ঘ) লন্ডন
Note : আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলন একটি আন্তর্জাতিক মানবিক আন্দোলন। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত।
ক) Magnetic Ink Character Reader
খ) Magnetic Ink Code
গ) Magnetic Ink Case Reader
ঘ) কোনোটিই নয়
Note : MICR এর পূর্ণরূপ হলো Magnetic Ink Character Reader। এটি একটি বিশেষ প্রযুক্তি যা ব্যাংক চেক বা অন্যান্য নথিতে মুদ্রিত বিশেষ চৌম্বকীয় কালি সনাক্ত করতে ব্যবহৃত হয়।
ক) 1212
খ) 1200
গ) 1204
ঘ) 1211
Note : তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি আনুমানিক ১২০৪ সালে তৎকালীন বাংলার রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন এবং বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন।
জব সলুশন