কোনো স্থানে দুপুর ১২টা হলে, তার ৫ ডিগ্রি পশ্চিমের স্থানে সময় হবে-
ক) ১২টা ১০মিঃ
খ) ১২টা ২০ মিঃ
গ) ১১টা ৪০ মিঃ
ঘ) ১১টা ৫০ মিঃ
বিস্তারিত ব্যাখ্যা:
পৃথিবী ২৪ ঘণ্টায় ৩৬০ ডিগ্রি ঘোরে। ১ ডিগ্রি ঘুরতে পৃথিবীর সময় লাগে ৪ মিনিট। অতএব, ৫ ডিগ্রি ঘুরতে সময় লাগবে ২০ মিনিট। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘোরে, তাই পশ্চিমের স্থানে সময় কম হবে। দুপুর ১২টা থেকে ২০ মিনিট বিয়োগ করলে হয় ১১টা ৪০ মিনিট। সঠিক উত্তর হল C (১১টা ৪০ মিঃ)।
Related Questions
ক) নির্গমন মুখ
খ) যুক্তি বর্তনী
গ) স্মৃতি
ঘ) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
Note : কম্পিউটারের মস্তিষ্ক বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট (CPU) হলো সেই অংশ যা সকল নির্দেশাবলী কার্যকর করে এবং গণনা সম্পাদন করে। এটি কম্পিউটারের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। তাই, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ (CPU) কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। সঠিক উত্তর হল D (কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ)।
ক) ছোলা
খ) ভুট্টা
গ) মটর
ঘ) সীম
Note : ছোলা, মটর, শিম - এগুলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। ভুট্টা একটি একবীজপত্রী উদ্ভিদ। সঠিক উত্তর হল B (ভুট্টা)।
ক) বাড়ে
খ) কমে
গ) দু'টোই হয়
ঘ) কোনোটিই নয়
Note : যখন পানি জমে বরফ হয়, তখন এর আয়তন বৃদ্ধি পায়। এর কারণ হলো বরফের স্ফটিক গঠন পানির অণুগুলোর মধ্যে ফাঁকা স্থান তৈরি করে। তাই, পানি জমলে আয়তনে বাড়ে। সঠিক উত্তর হল A (বাড়ে)।
ক) পানির পুষ্টিগুণ বৃদ্ধির জন্য
খ) পানিকে সুস্বাদু করার জন্য
গ) পানিতে মিশ্রিত অদ্রবণীয় কণাসমূহকে দ্রবীভূত করার জন্য
ঘ) ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করার জন্য
Note : পানীয় জলকে জীবাণুমুক্ত করার জন্য ক্লোরিন মেশানো হয়। ক্লোরিন পানিতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য জীবাণু ধ্বংস করে। সঠিক উত্তর হল D (ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করার জন্য)।
ক) কর্মকারকে দ্বিতীয়
খ) করণকারকে ষষ্ঠী
গ) অপাদান কারকে ষষ্ঠী
ঘ) অধিকরণ কারকে ষষ্ঠী
Note : বাক্যটি হলো: 'যখন পড়বে না মোর পায়ের চিহ্ন'। এখানে 'পায়ের চিহ্ন' হলো সেই মাধ্যম বা উপায়ের দ্বারা যা দ্বারা কর্তা কাজ করবে। যখন কোনো কাজ কোনো উপায় বা প্রকৃষ্ট উপায় দ্বারা সম্পন্ন হয়, তখন করণ কারক হয়। 'পায়ের' শব্দে 'এর' বিভক্তি যুক্ত আছে, যা এখানে করণ কারকে ষষ্ঠী বিভক্তিরূপে ব্যবহৃত হয়েছে। সঠিক উত্তর হলো B (করণকারকে ষষ্ঠী)।
ক) তীর
খ) তট
গ) কুন্তল
ঘ) অবধি
Note : 'কূল' শব্দের অর্থ হলো নদীর কিনারা বা পাড়। 'তীর', 'তট', 'পার', 'কিনারা' ইত্যাদি এর প্রতিশব্দ। প্রদত্ত অপশনগুলোর মধ্যে 'কুন্তল' (চুল) এবং 'অবধি' (পর্যন্ত) 'কূল' শব্দের প্রতিশব্দ নয়। প্রদত্ত উত্তর D (অবধি) সঠিক।
জব সলুশন