হাইড্রোজেন অপেক্ষাকৃত হালকা হওয়া সত্ত্বেও কেন হিলিয়াম দ্বারা বেলুন ভর্তি করা হয়?

ক) হিলিয়াম সহজলভ্য
খ) হিলিয়াম নিষ্ক্রয় গ্যাস
গ) হিলিয়াম গ্যাসের দাম কম
ঘ) উপরের সবকটিই
বিস্তারিত ব্যাখ্যা:
হাইড্রোজেন অত্যন্ত দাহ্য গ্যাস অর্থাৎ এটি সহজে জ্বলে ওঠে। অন্যদিকে হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস যা জ্বলে না। তাই নিরাপত্তার জন্য বেলুনে হাইড্রোজেন এর পরিবর্তে হিলিয়াম ব্যবহার করা হয়।

Related Questions

ক) অলৌকিক
খ) লৌকিক
গ) বাস্তব
ঘ) অবাস্তব
Note : অলীক' শব্দের অর্থ হলো যা অবাস্তব বা কাল্পনিক। এর সঠিক বিপরীত শব্দ হলো 'বাস্তব' যার অর্থ যা প্রকৃত বা সত্যিকারের।
ক) দ্বিপ
খ) রঙ্গন
গ) অম্বুদ
ঘ) উৎপল
Note : পুষ্প' শব্দের অর্থ ফুল।
ক) লোকে কিনা বলে
খ) তুমি যে আমার কবিতা
গ) গগণে গরজে মেঘ ঘন বরষা
ঘ) জলে বাষ্প হয়
Note : ক্রিয়া সম্পাদনের কাল বা স্থানকে অধিকরণ কারক বলে। 'গগনে গরজে মেঘ' বাক্যে 'গগনে' শব্দটি গরজানোর স্থান বোঝাচ্ছে এবং 'এ' বিভক্তি যুক্ত থাকায় এটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।
ক) কালির দাগ সহজে ওঠে না
খ) বুদ্ধি খাটিয়ে কাজ কর
গ) দুধ থেকে দই হয়
ঘ) এ বৎসর খুব বন্যা হয়েছে
Note : ক্রিয়া সম্পাদনের যন্ত্র বা উপায়কে করণ কারক বলে। 'বুদ্ধি খাটিয়ে কাজ কর' বাক্যে 'বুদ্ধি' হলো কাজ করার উপায় এবং এতে কোনো বিভক্তি যুক্ত নেই তাই এটি করণ কারকে শূন্য বিভক্তি।
ক) জীবনবীমা = জীবন রক্ষার বীমা
খ) গমনাগমন = গমন ও আগমন
গ) নদীমাতৃক = নদী মাতা যার
ঘ) বাগদত্তা = বাক্ দ্বারা দত্তা
Note : তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান হয়। 'বাগদত্তা' (বাক্ দ্বারা দত্তা) তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ।
ক) একাদশ = এক অধিক দশ
খ) হাতাহাতি = হাতে হাতে যে দ্বন্দ্ব
গ) মানানোর অভাব = বেমানান
ঘ) দুঃখাতীত = দুঃখকে অতীত
Note : বহুব্রীহি সমাসে সমস্যমান পদগুলো কোনোটিকে না বুঝিয়ে নতুন অর্থ প্রকাশ করে। 'হাতাহাতি' (হাতে হাতে যে যুদ্ধ) একটি ব্যতিহার বহুব্রীহি সমাস যা এখানে সঠিক উত্তর।

জব সলুশন

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন