স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে কোনটি?
ক) ইউনেস্কো
খ) অছি পরিষদ
গ) ইউএনডিপি
ঘ) নিরাপত্তা পরিষদ
বিস্তারিত ব্যাখ্যা:
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP) স্বল্পোন্নত দেশগুলোর (LDCs) উন্নয়নমূলক কাজে সহায়তা ও সমন্বয় সাধন করে থাকে।
Related Questions
ক) ইলিয়াস শাহী
খ) হোসেন শাহী
গ) সুলতানি
ঘ) মোগল
Note : হোসেন শাহী আমলে (বিশেষত সুলতান আলাউদ্দিন হোসেন শাহ) বাংলায় মুসলিম শাসন সুসংহত হয়েছিল এবং এর প্রভাবে বাংলা গজল ও সুফি সাহিত্য যথেষ্ট বিকাশ লাভ করেছিল।
ক) প্যারিসে
খ) লন্ডনে
গ) রোমে
ঘ) বেইজিংয়ে
Note : ২০১২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক ক্রীড়ানুষ্ঠান লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল।
ক) মূল মধ্যরেখা
খ) কর্কটক্রান্তি
গ) বিষুব রেখা
ঘ) মকরক্রান্তি
Note : পৃথিবীর যে কাল্পনিক রেখা উত্তর ও দক্ষিণ গোলার্ধকে বিভক্ত করেছে, তাকে বিষুব রেখা (Equator) বলে। এশিয়ার দক্ষিণভাগ দিয়ে বিষুব রেখা অতিক্রম করেছে।
ক) অকটাল
খ) দশমিক
গ) বাইনারী
ঘ) হেক্সাডেসিমেল
Note : কম্পিউটারের ডিজিটাল সার্কিটগুলি বিদ্যুৎ প্রবাহের চালু (on) বা বন্ধ (off) অবস্থা দ্বারা ডেটা সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করে, যা বাইনারি সংখ্যা পদ্ধতি (0 এবং 1) ব্যবহার করে। তাই, কম্পিউটারের অভ্যন্তরে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়।
ক) পালক
খ) পাথর
গ) কাঠ
ঘ) সবকটি একসাথে
Note : নিউটনের সূত্র অনুযায়ী, শূন্য মাধ্যমে (vacuum) অভিকর্ষের প্রভাবে সকল বস্তুই একই ত্বরণে পতিত হয়, বস্তুর ভর বা আকারের উপর নির্ভর করে না। তাই পালক, পাথর এবং কাঠ—সবকটি একই সময়ে মাটিতে পড়বে।
ক) ক্যালসিয়াম
খ) কার্বন
গ) সোডিয়াম
ঘ) অ্যালুমিনিয়াম
Note : কার্বন একটি বহুরূপী মৌল, যার বিভিন্ন রূপ (allotropes) আছে, যেমন - হীরা, গ্রাফাইট, ফুলারিন ইত্যাদি।
জব সলুশন