কোন বানানটি শুদ্ধ?
ক) Courier
খ) Courer
গ) Curier
ঘ) Coureer
বিস্তারিত ব্যাখ্যা:
'Courier' (কুরিয়ার) শব্দের সঠিক ইংরেজি বানান হলো 'Courier'।
Related Questions
ক) Lost
খ) Loss
গ) Loose
ঘ) Losing
Note : 'Lose' (হারানো) ক্রিয়া পদটির noun form হলো 'Loss' (ক্ষতি বা হার)।
ক) on
খ) over
গ) with
ঘ) upon
Note : 'Prevail upon' একটি ফ্রেজাল ভার্ব, যার অর্থ কাউকে কোনো কিছু করতে রাজি করানো বা প্রভাবিত করা। তাই সঠিক অপশন হলো 'upon'।
ক) She resembled to her mother
খ) I was not at my home
গ) I could not but shed tears
ঘ) He reached at sylhet
ক) বরফ গলে পানি হওয়া
খ) লোহায় মরিচা ধরা
গ) তাপ দ্বারা মোম গলানো
ঘ) চিনি পানিতে দ্রবীভূত হওয়া
Note : লোহায় মরিচা ধরা একটি রাসায়নিক পরিবর্তন, কারণ লোহা অক্সিজেন ও পানির সাথে বিক্রিয়া করে নতুন পদার্থ (আয়রন অক্সাইড) তৈরি করে। অন্যগুলো ভৌত পরিবর্তন।
ক) টান করে তার লাগানো সম্ভব নয়
খ) বেশি টানে পিলার হেলে যেতে পারে
গ) শীতকালে ঠাণ্ডায় তার সঙ্কুচিত হয়
ঘ) উপরের সবগুলোই ঠিক
Note : বিদ্যুৎ ও টেলিফোনের তার কিছুটা ঝুলিয়ে টানা হয় যাতে শীতকালে তাপমাত্রা কমে গেলে তারের সংকোচন হলেও সেটি ছিঁড়ে না যায়।
ক) ভিটামিন "এ"
খ) ভিটামিন "বি"
গ) ভিটামিন 'সি”
ঘ) ভিটামিন "কে"
Note : ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এটি রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন তৈরিতে ভূমিকা রাখে।
জব সলুশন