কোন খনিজ লবণের অভাবে গাছের পাতা ও ফুল ঝরে পড়ে?
ক) লৌহ
খ) পটাশিয়াম
গ) ম্যাগনেসিয়াম
ঘ) ফসফরাস
বিস্তারিত ব্যাখ্যা:
ফসফরাস উদ্ভিদের বৃদ্ধি ফুল ও ফল ধারণ এবং কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর অভাবে গাছের পাতা ও ফুল অকালে ঝরে যায়।
Related Questions
ক) শৈবাল
খ) ছত্রাক
গ) ব্যাকটেরিয়া
ঘ) ভাইরাস
Note : চা গাছে ব্যাকটেরিয়া দ্বারা বিভিন্ন রোগ সৃষ্টি হয় যেমন Bacterial Blight। ছত্রাকও রোগ সৃষ্টি করে তবে ব্যাকটেরিয়াজনিত রোগ অন্যতম। এখানে উত্তরটি প্রশ্নপত্রের প্রদত্ত উত্তর অনুযায়ী।
ক) ৫ এপ্রিল
খ) ৫ মে
গ) ৫ জুন
ঘ) ৫ জুলাই
Note : পরিবেশ সুরক্ষার জন্য সচেতনতা তৈরি করতে জাতিসংঘ প্রতি বছর ৫ই জুন তারিখটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করে।
ক) বাষ্পীভবন
খ) প্রস্বেদন
গ) শ্বসন
ঘ) ব্যাপন
Note : উদ্ভিদ যে প্রক্রিয়ায় তার পাতা ও অন্যান্য বায়বীয় অঙ্গের মাধ্যমে বাষ্পাকারে পানি বের করে দেয় তাকে প্রস্বেদন (Transpiration) বলে।
ক) কার্বন মনোক্সাইড
খ) কার্বন-ডাইঅক্সাইড
গ) সালফার ডাইঅক্সাইড
ঘ) নাইট্রিক অক্সাইড
Note : কার্বন মনোক্সাইড (CO) রক্তের হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের চেয়ে প্রায় ২৫০ গুণ বেশি শক্তিশালীভাবে যুক্ত হতে পারে। ফলে রক্তে অক্সিজেন পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয়।
ক) ইথেন
খ) হাইড্রোজেন সালফাইড
গ) মিথেন
ঘ) হিলিয়াম
Note : ডিম পঁচে গেলে এর প্রোটিন ভেঙে হাইড্রোজেন সালফাইড (H2S) গ্যাস তৈরি হয়। এই গ্যাসের গন্ধ পঁচা ডিমের মতো তীব্র ও অপ্রীতিকর।
ক) পানির পুষ্টিগুণ বৃদ্ধির জন্য
খ) পানিকে সুস্বাদু করার জন্য
গ) পানিতে মিশ্রিত অদ্রবণীয় কণাসমূহকে দ্রবীভূত করার জন্য
ঘ) ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করার জন্য
Note : এটি জনস্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক প্রশ্ন। ক্লোরিন একটি শক্তিশালী জীবাণুনাশক। পানীয় জলকে জীবাণুমুক্ত করার জন্য এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করার জন্য এতে ক্লোরিন মেশানো হয়।
জব সলুশন