দক্ষিণ তালপট্টি দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত?
ক) কুশিয়ারা
খ) আড়িয়াল খা
গ) হাড়িয়াভাঙ্গা
ঘ) ফেনী
বিস্তারিত ব্যাখ্যা:
দক্ষিণ তালপট্টি দ্বীপটি বাংলাদেশ-ভারত সীমান্তে সাতক্ষীরা জেলার অন্তর্গত হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত একটি বিরোধপূর্ণ দ্বীপ ছিল যা বর্তমানে সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে।
Related Questions
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) সমর দাস
ঘ) শেখ লুৎফর রহমান
Note : বাংলাদেশের রণসঙ্গীত 'চল্ চল্ চল্' কবিতার রচয়িতা এবং সুরকার হলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
ক) চট্টগ্রামে
খ) নারায়ণগঞ্জ
গ) পার্বতীপুর
ঘ) চন্দ্রঘোনা
Note : বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি তেল শোধনাগার 'ইস্টার্ন রিফাইনারি লিমিটেড' চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত।
ক) ১২০৪ খ্রিঃ
খ) ১২০৫ খ্রিঃ
গ) ১২০৬ খ্রিঃ
ঘ) ১২০৮ খ্রিঃ
Note : তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজী ১২০৪ খ্রিস্টাব্দে বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন যা বাংলায় মুসলিম শাসনের সূচনা করে।
ক) মুসা ইব্রাহিম
খ) নিশাত মজুমদার
গ) ওয়াসফিয়া নাজরীন
ঘ) এম. এ মুহিত
Note : এম. এ. মুহিত প্রথম বাংলাদেশী হিসেবে দুইবার এভারেস্ট জয় করেন। তিনি ২০১১ সালে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এভারেস্ট চূড়ায় আরোহণ করেন। (প্রথম: মুসা ইব্রাহিম ২০১০)।
ক) ভারত
খ) পাকিস্তান
গ) বাংলাদেশ
ঘ) শ্রীলঙ্কা
Note : ২০১২ সালের এশিয়া কাপ ক্রিকেটের ফাইনালে বাংলাদেশ পাকিস্তানের কাছে মাত্র ২ রানে পরাজিত হয়ে প্রথমবারের মতো রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।
ক) শনি
খ) বৃহস্পতি
গ) মঙ্গল
ঘ) বুধ
Note : বৃহস্পতি (Jupiter) হলো সৌরজগতের পঞ্চম এবং সর্ববৃহৎ গ্রহ। এর ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় ১১ গুণ এবং ভর অন্য সব গ্রহের মোট ভরের আড়াই গুণ।
জব সলুশন