পরীক্ষায় 'ক' এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭৫ ৮৫ ও ৮০। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮২ হয়?
ক) 90
খ) 89
গ) 92
ঘ) 88
বিস্তারিত ব্যাখ্যা:
চারটি পরীক্ষার গড় ৮২ হলে মোট নম্বর হতে হবে ৮২x৪ = ৩২৮। প্রথম তিনটি পরীক্ষার মোট নম্বর ২২৮। সুতরাং চতুর্থ পরীক্ষায় পেতে হবে ৩২৮-২২৮ = ৮৮ নম্বর।
Related Questions
ক) ১৭:৪
খ) ১৭:৫
গ) ১৫:৪
ঘ) ১৬:৫
Note :
অনুপাতের সাধারণ রাশি ধরে পিতার বয়স ৪২ ও পুত্রের বয়স ১৮ বছর বের করা যায়। ৮ বছর পূর্বে তাদের বয়স ছিল যথাক্রমে ৩৪ ও ১০ বছর। তাদের অনুপাত ছিল ৩৪:১০ বা ১৭:৫।
ক) ১৫:১৬
খ) ২০:১৮
গ) ১৮:২০
ঘ) কোনোটিই নয়
Note :
এখানে ক-এর মান সমান করে খ ও গ-এর অনুপাত বের করতে হবে। ক:খ=১৫:২০ এবং ক:গ=১৫:১৮। সুতরাং খ:গ=২০:১৮ বা ১০:৯। প্রশ্নে গ:খ চাওয়া হয়েছে যা হবে ১৮:২০।
ক) রাশিয়া
খ) মার্কিন যুক্তরাষ্ট্র
গ) ভারত
ঘ) চীন
Note : প্রশ্নের সময় (২০১২) অনুযায়ী চীন পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ ছিল। বর্তমানে (২০২৩ সাল থেকে) ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে।
ক) ১৭৭০ সালে
খ) ১৭৭৬ সালে
গ) ১৭৭৭ সালে
ঘ) ১৭৭৮ সালে
Note : ছিয়াত্তরের মন্বন্তর ছিল বাংলা ১১৭৬ বঙ্গাব্দে (ইংরেজি ১৭৭০ সাল) সংঘটিত একটি ভয়াবহ দুর্ভিক্ষ। অতিরিক্ত কর এবং খরার কারণে এই দুর্ভিক্ষ হয়েছিল।
ক) ইন্দোনেশিয়া
খ) অস্ট্রেলিয়া
গ) গ্রীনল্যান্ড
ঘ) টিটিকাকা
Note : গ্রীনল্যান্ড ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায় অবস্থিত এবং রাজনৈতিকভাবে ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এটি পৃথিবীর বৃহত্তম দ্বীপ। অস্ট্রেলিয়াকে দ্বীপ-মহাদেশ হিসেবে ধরা হয়।
ক) এ এন হামিদুল্লাহ
খ) মোহাম্মদ ফরাস উদ্দিন
গ) খোরশেদ আলম
ঘ) ফেরদৌস হোসেন
Note : এ. এন. এম. হামিদুল্লাহ ছিলেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক 'বাংলাদেশ ব্যাংক'-এর প্রথম গভর্নর। তিনি ১৯৭২ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।
জব সলুশন