'যা নিবারণ করা যায় না' এক কথায় কী হবে?
ক) অনিবার্য
খ) নির্বাণ
গ) অনিবারণযোগ্য
ঘ) দুর্নিবার
বিস্তারিত ব্যাখ্যা:
যা নিবারণ করা বা ঠেকানো যায় না তাকে এক কথায় 'অনিবার্য' বলা হয়। 'দুর্নিবার' অর্থও প্রায় কাছাকাছি তবে 'অনিবার্য' অধিক প্রচলিত।
Related Questions
ক) মনহারিনি
খ) মণহারিনী
গ) মনোহারিণী
ঘ) মণোহারিনি
Note : মনোহারিণী' শব্দের অর্থ মন হরণকারিণী বা অতীব সুন্দরী এবং এটিই ব্যাকরণগতভাবে সঠিক বানান।
ক) অনসূয়া
খ) অনুসূয়া
গ) অণুসুয়া
ঘ) অণুসূয়া
Note : অনসূয়া' শব্দের অর্থ 'ঈর্ষাহীনতা' এবং এটিই সঠিক বানান। অন্য বানানগুলো ভুল।
ক) জিয়া হায়দার
খ) মাসুম রেজা
গ) মামুনুর রশীদ
ঘ) হুমায়ূন আহমেদ
Note : আজ রবিবার' একটি অত্যন্ত জনপ্রিয় পারিবারিক হাস্যরসাত্মক নাটক যার রচয়িতা এবং পরিচালক ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ।
ক) গল্প
খ) উপন্যাস
গ) নাটক
ঘ) প্রবন্ধ
Note : বরফ গলা নদী' প্রখ্যাত চলচ্চিত্রকার ও সাহিত্যিক জহির রায়হান রচিত একটি জনপ্রিয় উপন্যাস। এটি ১৯৬৪ সালে প্রকাশিত হয়।
ক) 8
খ) 9
গ) 10
ঘ) 12
Note : সুষম বহুভুজের অন্তঃকোণের সূত্র (n-2)x180/n = 140। এই সমীকরণটি সমাধান করলে n বা বাহুর সংখ্যা ৯ পাওয়া যায়।
ক) ভরকেন্দ্র
খ) অন্তঃকেন্দ্র
গ) পরিকেন্দ্র
ঘ) লম্ববিন্দু
Note : ত্রিভুজের তিনটি মধ্যমা যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটিকে ত্রিভুজটির ভরকেন্দ্র (Centroid) বলা হয়।
জব সলুশন