'স্বর্গ' এর সমার্থক শব্দ কোনটি?
ক) সবিতা
খ) উদধি
গ) ভৃঙ্গ
ঘ) ত্রিদিব
বিস্তারিত ব্যাখ্যা:
স্বর্গ' শব্দের একাধিক সমার্থক শব্দ রয়েছে যেমন- দেবলোক বেহেশত জান্নাত অমরাবতী ইত্যাদি। 'ত্রিদিব' শব্দটিও স্বর্গের একটি অন্যতম সমার্থক শব্দ।
Related Questions
ক) আমার আহারে রুচি নাই
খ) আগামীকাল বাড়ি যাব
গ) আকাশ মেঘে আচ্ছন্ন
ঘ) কাজে অবসর নিলাম
Note : কখন' দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা কালাধিকরণ। 'কখন যাব' এর উত্তর 'আগামীকাল'। এখানে 'আগামীকাল' শব্দটি কোনো বিভক্তি ছাড়াই ব্যবহৃত হওয়ায় এটি অধিকরণে শূন্য বিভক্তি।
ক) কোদালে মাটি কাটব
খ) জাহাজ চট্টগ্রাম ছাড়ল
গ) সাপের হাসি বেদেয় চেনে
ঘ) আমারে তুমি রক্ষা করো
Note : বাক্যটিতে 'চেনে' ক্রিয়ার কাজটি যে সম্পাদন করছে সেই কর্তা হলো 'বেদে'। কর্তার সাথে 'য়' বিভক্তি যুক্ত থাকায় এটি কর্তৃকারকে সপ্তমী বিভক্তি।
ক) অহি-নকুল
খ) গায়ে হলুদ
গ) পীতাম্বর
ঘ) রাজর্ষি
Note : যে তৎপুরুষ সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলুক তৎপুরুষ সমাস বলে। 'গায়ে হলুদ'-এর ব্যাসবাক্য 'গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে' এখানে পূর্বপদের 'এ' বিভক্তি লোপ পায়নি।
ক) দম্পতি
খ) মহাবীর
গ) নিটোল
ঘ) প্রতিদিন
Note : দ্বন্দ্ব সমাসে প্রতিটি পদের অর্থই প্রধান থাকে। 'দম্পতি' শব্দটিকে ব্যাসবাক্য করলে হয় 'জায়া ও পতি' যেখানে উভয় পদের অর্থই সমানভাবে প্রধান। তাই এটি দ্বন্দ্ব সমাস।
ক) ব্যুৎ + উৎসব
খ) বহ্ন্য + সব
গ) বুহ্য + উৎসব
ঘ) বহ্নি + উৎসব
Note : বহ্ন্যুৎসব' শব্দটি স্বরসন্ধির নিয়মে গঠিত হয়েছে। এর সঠিক সন্ধিবিচ্ছেদ হলো বহ্নি (ই) + উৎসব (উ) = বহ্ন্যুৎসব (য-ফলা + উ-কার)।
ক) তোষামুদে
খ) বাদক
গ) স্বাস্থ্যবান লোক
ঘ) সাহায্যকারী
Note : ঢাকের কাঠি' বাগধারাটি দিয়ে এমন ব্যক্তিকে বোঝানো হয় যে অন্যের কথায় চলে বা মোসাহেবি করে। এর অর্থ হলো 'তোষামুদে' বা 'চাটুকার'।
জব সলুশন