যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে কি বলে?
ক) জারক
খ) বিজারক
গ) ক্ষারক
ঘ) ক্ষারিত
বিস্তারিত ব্যাখ্যা:
জারণ-বিজারণ বিক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন ত্যাগ বা দান করে তাকে বিজারক (reductant) বলে। বিজারক নিজে জারিত হয়।
Related Questions
ক) H₂O₂
খ) H₂O
গ) HDO₂
ঘ) D₂O
Note : ভারী পানি (Heavy Water) হলো পানির একটি রূপ যেখানে সাধারণ হাইড্রোজেনের (¹H) পরিবর্তে এর আইসোটোপ ডিউটেরিয়াম (²H বা D) থাকে। তাই এর রাসায়নিক সংকেত D₂O।
ক) 101
খ) 100
গ) 102
ঘ) 104
Note : বাংলাদেশ সংবিধানের ১০২ নং অনুচ্ছেদ অনুযায়ী, কোনো নাগরিকের মৌলিক অধিকার লঙ্ঘিত হলে তিনি হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করতে পারেন।
ক) BEPZA
খ) BIDA
গ) BEZA
ঘ) BAZA
Note : বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (Bangladesh Economic Zones Authority)-এর সংক্ষিপ্ত রূপ হলো BEZA। এর কাজ হলো দেশে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও পরিচালনা করা।
ক) ইউক্রেন
খ) ইসরায়েল
গ) পর্তুগাল
ঘ) ফ্রান্স
Note : লিসবন হলো পশ্চিম ইউরোপের দেশ পর্তুগালের রাজধানী এবং বৃহত্তম শহর।
ক) নাফ নদীতে
খ) যমুনা নদীতে
গ) সন্দ্বীপ চ্যানেলে
ঘ) বঙ্গোপসাগরে
Note : 'সোয়াচ অফ নো গ্রাউন্ড' বঙ্গোপসাগরের একটি গভীর সামুদ্রিক উপত্যকা বা গিরিখাত, যা সুন্দরবনের নিকটবর্তী উপকূলে অবস্থিত।
ক) মুন্সিগঞ্জ ও মাদারীপুর
খ) শরীয়তপুর ও মুন্সিগঞ্জ
গ) মাদারীপুর ও শরীয়তপুর
ঘ) কোনটি নয়
Note : পদ্মা সেতু বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলার মাওয়া প্রান্তকে শরীয়তপুর জেলার জাজিরা প্রান্তের সাথে সংযুক্ত করেছে।
জব সলুশন