পৃথিবীর দুইটি স্থানের দ্রাঘিমার পার্থক্য ১° হলে ঐ দুটি স্থানের সময়ের পার্থক্য কত?
ক) ৪ মিনিট
খ) ৫ মিনিট
গ) ২০ মিনিট
ঘ) ১ মিনিট
বিস্তারিত ব্যাখ্যা:
পৃথিবী তার অক্ষের উপর ২৪ ঘণ্টায় (১৪৪০ মিনিট) ৩৬০° ঘুরে। সুতরাং, ৩৬০° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য ১৪৪০ মিনিট। ১° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে ১৪৪০/৩৬০ = ৪ মিনিট।
Related Questions
ক) বীর উত্তম
খ) বীর প্রতীক
গ) বীর বিক্রম
ঘ) বীরশ্রেষ্ঠ
Note : বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মর্যাদাক্রম হলো: ১. বীরশ্রেষ্ঠ (সর্বোচ্চ), ২. বীর উত্তম, ৩. বীর বিক্রম, এবং ৪. বীর প্রতীক (চতুর্থ)।
ক) পাল
খ) মুঘল
গ) সেন
ঘ) ইংরেজ
Note : মুঘল আমলে ঢাকার মসলিন কাপড় বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছিল। এই সময়ে মসলিন শিল্পের চরম উৎকর্ষ সাধিত হয় এবং এটি মুঘল সম্রাট ও অভিজাতদের কাছে অত্যন্ত সমাদৃত ছিল।
ক) বেগুনি ও হলুদ
খ) লাল ও নীল
গ) নীল ও সবুজ
ঘ) বেগুনি ও লাল
Note : সাদা আলোকে প্রিজমের মধ্য দিয়ে পাঠালে তা সাতটি রঙে বিভক্ত হয় (বেনীআসহকলা)। এই বর্ণালীর দুটি প্রান্তীয় বা শেষপ্রান্তের বর্ণ হলো বেগুনি (যার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম) এবং লাল (যার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি)।
ক) বিক্ষেপণ
খ) প্রতিফলন
গ) প্রতিসরণ
ঘ) পোষণ
Note : সূর্যের সাদা আলো বায়ুমণ্ডল দিয়ে আসার সময় এর নীল অংশটি সবচেয়ে বেশি বিক্ষিপ্ত (scattered) হয়। সমুদ্রের জল এই বিক্ষিপ্ত নীল আলোকে শোষণ না করে প্রতিফলিত করে, তাই সমুদ্রকে নীল দেখায়। এই ঘটনাকে আলোর বিক্ষেপণ বলে।
ক) কঠিন পদার্থ
খ) তরল পদার্থ
গ) বায়বীয় পদার্থ
ঘ) মিশ্র পদার্থ
Note : কঠিন ও তরল পদার্থের তুলনায় বায়বীয় বা গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল অনেক কম এবং দূরত্ব বেশি থাকায়, সামান্য তাপ প্রয়োগেই এরা সবচেয়ে বেশি প্রসারিত হয়।
ক) স্মৃতি অংশ
খ) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ
গ) কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম
ঘ) শক্ত ধাতব অংশ
Note : কম্পিউটারের বাহ্যিক ও অভ্যন্তরীণ সকল যান্ত্রিক সরঞ্জাম (যা স্পর্শ করা যায়), যেমন- মনিটর, কি-বোর্ড, মাউস, সিপিইউ, র্যাম, হার্ডডিস্ক ইত্যাদি, সম্মিলিতভাবে হার্ডওয়্যার নামে পরিচিত।
জব সলুশন