আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম
ক) বুধ
খ) লুব্ধক
গ) প্রক্সিমা সেন্টারাই
ঘ) বৃহৎ কুকুর
বিস্তারিত ব্যাখ্যা:
আকাশের উজ্জ্বলতম নক্ষত্র হলো 'লুব্ধক' (Sirius)। এটি সূর্যের পরেই আমাদের সবচেয়ে নিকটতম নক্ষত্র।
Related Questions
ক) শুক্র
খ) বৃহস্পতি
গ) বুধ
ঘ) মঙ্গল
Note : সূর্যের হিসাবে বুধ গ্রহ পৃথিবীর নিকটতম। তবে, গ্রহের কক্ষপথের কারণে কখনও কখনও শুক্র বা মঙ্গলও নিকটতম হয়। কিন্তু গড় দূরত্বে বুধই সবচেয়ে কাছে।
ক) শর্করা
খ) আমিষ
গ) খনিজ পদার্থ ও ভিটামিন
ঘ) স্নেহজাতীয় পদার্থ
Note : সবুজ শাকসবজি ও তরিতরকারীতে শর্করা, আমিষ ও স্নেহজাতীয় পদার্থের তুলনায় খনিজ লবণ এবং ভিটামিন বেশি পরিমাণে থাকে।
ক) জ্ঞানী ও শিক্ষিত হতে হবে
খ) বিষয়ে ব্যুৎপত্তি থাকা দরকার
গ) পড়ানো ও শাসন করার দক্ষতা
ঘ) পড়ানো, সঠিক পরিচালনা ও গাইড করা
Note : একজন ভালো শিক্ষকের বহুমুখী যোগ্যতা ও দক্ষতা থাকা প্রয়োজন। জ্ঞানের পাশাপাশি বিষয়ভিত্তিক গভীর জ্ঞান, শিক্ষার্থীদের সঠিকভাবে পরিচালনা ও গাইড করার ক্ষমতা এবং শ্রেণিকক্ষে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা অপরিহার্য। এখানে 'পড়ানো ও শাসন করার দক্ষতা' একটি গুরুত্বপূর্ণ দিক।
ক) চট্টগ্রামে
খ) বগুড়ায়
গ) সোনারগাঁয়ে
ঘ) রাঙ্গামাটিতে
Note : বাংলাদেশের লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও-এ অবস্থিত। এটি বাংলার ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরে।
ক) জানুয়ারি ১০, ১৯৭৩
খ) অক্টোবর ১১, ১৯৭২
গ) নভেম্বর ৪, ১৯৭২
ঘ) ডিসেম্বর ১৬, ১৯৭২
Note : বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ঠা নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ই ডিসেম্বর থেকে কার্যকর হয়।
ক) ১৯৮২ সালে
খ) ১৯৮৪ সালে
গ) ১৯৮৬ সালে
ঘ) ১৯৮৮ সালে
Note : বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়, যেখানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
জব সলুশন