Farida said to her mother, I shall go to bed now' বাক্যটির Indirect Speech হবে-
ক) Farida told her mother that she should go to bed now.
খ) Farida told her mother that she will go to bed then.
গ) Farida told her mother that she would go to be then.
ঘ) Farida told her mother that she will go to bed now.
বিস্তারিত ব্যাখ্যা:
Indirect Speech-এ 'shall' পরিবর্তিত হয়ে 'would' হয় এবং 'now' পরিবর্তিত হয়ে 'then' হয়। সুতরাং, সঠিক উত্তর হবে Farida told her mother that she would go to bed then
Related Questions
ক) অনিল
খ) জলধর
গ) পাথার
ঘ) মাতঙ্গ
Note : জলধর' শব্দের অর্থ মেঘ। 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ হল : অর্ণব, জলধি, জলনিধি, উদবি, পয়োধি, পাথার, পারাবার, বারিধি, সিন্ধু, গাত, নদীকান্ত, বারীশ, জীমূত, নীলাম্বু, অম্বুধি, দরিয়া।।
ক) মেদিনী
খ) প্রসূন
গ) অবনী
ঘ) ধরণী
Note : 'মেদিনী', 'অবনী', এবং 'ধরণী' - এই তিনটিই 'পৃথিবী' শব্দের প্রতিশব্দ। 'প্রসূন' শব্দের অর্থ ফুল।
ক) ফলান্ন
খ) মশা-মাঝি
গ) বেহায়া
ঘ) চিরসুখী
Note : মধ্যপদলোপী কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদটি লোভ পায়। 'ফলান্ন' (ফলস্বরূপ আনীত) সমাসের উদাহরণ। 'মশা-মাঝি' (মশা ও মাছি) দ্বন্দ্ব সমাস। 'বেহায়া' (যার হায়া নেই) বহুব্রীহি সমাস। 'চিরসুখী' (চিরকাল সুখী) কর্মধারয় সমাস।
ক) কাজ-কর্ম
খ) খাসমহল
গ) মুখোমুখি
ঘ) উপকূল
Note : ব্যতিহার বহুব্রীহি সমাসে সমাসবদ্ধ পদগুলোর মধ্যে ক্রিয়ার পারস্পরিক আদান-প্রদান বোঝায়। 'কাজ-কর্ম' এর অর্থ হলো একে অপরের সাথে কাজ করা।
ক) কর্তায় ১মা
খ) কর্তায় ২য়া
গ) কর্মে ২য়া
ঘ) কর্তায় ৭মী
Note : ভাইয়ে ভাইয়ে' এখানে একই কর্তার দ্বারা কাজ সম্পাদিত হচ্ছে, তাই এটি কর্তৃকারকে ৭মী বিভক্তি।
ক) কর্তায় ২য়া
খ) কর্মে ২য়া
গ) অপাদানে ৭মী
ঘ) অধিকরণে ৭মী
Note : এখানে 'খুঁজে' শব্দটি কর্মের সাথে সম্পর্কিত এবং কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি '০' (শূন্য) বিভক্তি বসেছে। তাই এটি কর্মে দ্বিতীয়া।
জব সলুশন