৩০ গ্যালন অকটেন মিশ্রিত পেট্রোলে, পেট্টোল ও অকটেনের অনুপাত ৭ : ৩। এতে আর কত অকটেন মিশালে পেট্টোল ও অকটেনের অনুপাত ৩ : ৭ হবে?

ক) ৩০ গ্যালন
খ) ৩৫ গ্যালন
গ) ৪০ গ্যালন
ঘ) ৪২ গ্যালন
বিস্তারিত ব্যাখ্যা:
প্রাথমিকভাবে পেট্রোল ৩০*(৭/১০) = ২১ গ্যালন এবং অকটেন ৩০*(৩/১০) = ৯ গ্যালন। অনুপাত ৩:৭ করার জন্য, ধরা যাক 'x' গ্যালন অকটেন মেশাতে হবে। তাহলে (২১)/(৯+x) = ৩/৭। সমাধান করলে x = ৪২ গ্যালন।

Related Questions

ক) 0
খ) -1
গ) -2
ঘ) 2
Note : ধারাটির সাধারণ পার্থক্য: +১, -২, +৩। এটি একটি প্যাটার্ন যা +১, -২, +৩, -৪, +৫, -৬, +৭, -৮, +৯ এভাবে চলতে থাকে। তাহলে, পদগুলো হবে: ২, ৩, ১, ৪, ০, ৫, -১, ৬, -২। সুতরাং, নবম পদ হবে -২।
ক) 60
খ) 61
গ) 62
ঘ) 63
Note : ধারাটির সাধারণ অন্তর (-৮), (-৭), (-৬)। পরবর্তী পার্থক্যগুলো (-৫), (-৪), (-৩), (-২) হবে। নবম পদ: ৭৪-৫=৬৯, দশম পদ: ৬৯-৪=৬৫, একাদশ পদ: ৬৫-৩=৬২। সুতরাং, অষ্টম পদ হবে ৬২।
ক) Care
খ) Attention
গ) Carelessness
ঘ) Watchfulness
Note : 'Neglect' এর অর্থ হলো অবহেলা বা উদাসীনতা। 'Carelessness' (অসাবধানতা বা অবহেলা) এর সমার্থক।
ক) ১ জানুয়ারি ১৯৯০
খ) ১ জানুয়ারি ১৯৯১
গ) ১ জানুয়ারি ১৯৯২
ঘ) ১ জানুয়ারি ১৯৯৩
Note : বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন, ১৯৯২ (১৯৯২ সালের ২০ নং আইন) পাশ হয় এবং এটি ১ জানুয়ারি ১৯৯২ থেকে কার্যকর হয়।
ক) ১০ জন
খ) ১৪ জন
গ) ১৬ জন
ঘ) ১৭ জন
Note : ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের 'মেডেল অব ফ্রিডম' অ্যাওয়ার্ড পান মোট ১৭ জন ব্যক্তি।
ক) বীর শ্রেষ্ঠ
খ) বীর প্রতীক
গ) বীর উত্তম
ঘ) বীর বিক্রম
Note : বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর ক্রম হলো: বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, এবং বীর প্রতীক। তাই, বীর উত্তম তৃতীয় স্থানে।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন