ক একটি জিনিস খ-এর কাছে ২৫% লাভে বিক্রি করে। খ জিনিসটি গ- এর কাছে ক- এর ক্রয়মূল্যে বিক্রি করে। খ-এর শতকরা কত ক্ষতি হল?
ক) ১৬%
খ) ২০%
গ) ২২%
ঘ) ২৫%
বিস্তারিত ব্যাখ্যা:
প্রথমে ক-এর ক্রয়মূল্য ১০০ টাকা ধরে নিতে হবে। ক ২৫% লাভে খ-কে বিক্রি করায় খ-এর ক্রয়মূল্য হয় (১০০ + ২৫) = ১২৫ টাকা। খ আবার জিনিসটি ক-এর ক্রয়মূল্যে (১০০ টাকায়) বিক্রি করে। ফলে খ-এর ক্ষতি হয় (১২৫ - ১০০) = ২৫ টাকা। এই ক্ষতি তার ক্রয়মূল্য ১২৫ টাকার উপর হয়েছে। সুতরাং খ-এর ক্ষতির হার = (২৫/১২৫) × ১০০% = ২০%।
Related Questions
ক) ৮০% ইথাইল এলকোহল +২০% পানি
খ) ৯০% ইথাইল এলকোহল +১০% পানি
গ) ৯২% ইথাইল এলকোহল +৮% পানি
ঘ) ৯৫% ইথাইল এলকোহল +৫% পানি
ক) বৃক্ষ
খ) গুল্ম
গ) বিরুৎ
ঘ) কোনোটিই নয়
Note : লেবু গাছ সাধারণত গুল্ম বা ছোট ঝোপ জাতীয় উদ্ভিদ, তবে কিছু প্রজাতিকে বৃক্ষ বা লতা জাতীয়ও বলা যায়। তবে 'বিরুৎ' (Herb) হল নরম কাণ্ড বিশিষ্ট উদ্ভিদ। লেবু গাছ সাধারণত গুল্ম বা লতানো হয়। এই প্রশ্নের প্রেক্ষাপটে 'বিরুৎ' সঠিক উত্তর হতে পারে যদি লেবু গাছের কাণ্ড নরম ধরা হয়, কিন্তু সাধারণত একে গুল্ম বা লতানো জাতীয় উদ্ভিদ বলা হয়।
ক) চিকিৎসক
খ) কম্পিউটার বিজ্ঞানী
গ) স্থপতি
ঘ) কৃষি বিজ্ঞানী
Note : জনাব এফ. আর. খান (ফজলুর রহমান খান) ছিলেন একজন প্রখ্যাত স্থপতি।
ক) ঐন্দ্রজালিক
খ) ইন্দ্রজালিক
গ) ঈন্দ্রজালিক
ঘ) ঈন্দ্রজালিক
Note : 'ঐন্দ্রজালিক' একটি শুদ্ধ বাংলা বানান, যার অর্থ জাদু সম্পর্কিত বা জাদুকর।
ক) (p+q)/2
খ) (m+n)/2
গ) (pm+qn)/(p+q)
ঘ) (pm+qn)/(m+n)
জব সলুশন