চাঁদে বা অন্য কোনো গ্রহে নিলে বস্তুর কী পরিবর্তন ঘটবে ?

ক) বস্তুর ভর একই থাকবে, ওজন বদলাবে
খ) বস্তুর ওজন একই থাকবে, ভর বদলাবে
গ) বস্তুর ওজন ও ভর দুটিই বদলাবে
ঘ) বস্তুর ভর ও ওজন কোনোটিই বদলাবে না
বিস্তারিত ব্যাখ্যা:
বস্তুর ভর হলো পদার্থের পরিমাণের পরিমাপ, যা মহাবিশ্বের সব জায়গায় একই থাকে। কিন্তু ওজন নির্ভর করে অভিকর্ষ বলের উপর। চাঁদে অভিকর্ষ বল পৃথিবীর চেয়ে কম, তাই সেখানে ওজন কমবে কিন্তু ভর একই থাকবে।

Related Questions

ক) চার্লস ব্যাবেজ
খ) প্যাস্কেল
গ) লিবনিৎস
ঘ) ডঃ জন মউসলি
Note : চার্লস ব্যাবেজকে আধুনিক কম্পিউটারের জনক বলা হয়, কারণ তিনি 'অ্যানালিটিক্যাল ইঞ্জিন' নামক একটি যান্ত্রিক কম্পিউটারের নকশা তৈরি করেছিলেন।
ক) আইসোটোপ
খ) আইসোটোন
গ) আইসোবার
ঘ) আইসোমার
Note : যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা (এবং ভর সংখ্যা) ভিন্ন, তাদের 'আইসোটোন' বলা হয়।
ক) ৩৭ ডেসিবেল
খ) ৯৫ ডেসিবেল
গ) ১০৫ ডেসিবেল
ঘ) ১২৫ ডেসিবেল
Note : সাধারণত, মানুষ ৯০ ডেসিবেল বা তার বেশি মাত্রার শব্দের সংস্পর্শে দীর্ঘক্ষণ থাকলে বধিরতা দেখা দিতে পারে। তবে, ১২০ ডেসিবেল এর বেশি শব্দ কান সহনশীল নয়। বিকল্পগুলির মধ্যে ১০৫ ডেসিবেল একটি সম্ভাব্য সীমা।
ক) শীতলক্ষা
খ) বুড়িগঙ্গা
গ) তুরাগ
ঘ) ধলেশ্বরী
Note : বাকল্যান্ড বাঁধ ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
ক) মামুনুর রশীদ
খ) আব্দুল মান্নান সৈয়দ
গ) শহীদুল্লাহ কায়সার
ঘ) আবুল হোসেন
Note : বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার হলেন মামুনুর রশীদ।
ক) (3x-2)(x-3)
খ) (3x+2)(x-3)
গ) (3x-2)(x-3)
ঘ) উপরের কোনোটিই নয়
Note : 3x² - 7x – 6 এর উৎপাদক নির্ণয় করতে হলে, এমন দুটি সংখ্যা খুঁজতে হবে যাদের গুণফল (3 × -6) = -18 এবং যোগফল -7। সংখ্যা দুটি হলো -9 এবং +2। সুতরাং, 3x² - 9x + 2x - 6 = 3x(x-3) + 2(x-3) = (3x+2)(x-3)।

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ - সহকারী পরিচালক ( ২৬ - ১২- ২০২৫ )

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন