রক্তাক্ত প্রান্তর' নাটকটির রচয়িতা কে?
ক) জহির রায়হান
খ) শিশির ভাদুড়ী
গ) শওকত ওসমান
ঘ) মুনীর চৌধুরী
বিস্তারিত ব্যাখ্যা:
'রক্তাক্ত প্রান্তর' নাটকটির রচয়িতা হলেন মুনীর চৌধুরী।
Related Questions
ক) শূন্য ঘর নীরব থাকে
খ) লোক ভর্তি ঘরে মানুষের সোরগোল হয়
গ) শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়
ঘ) শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
Note : শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়, তাই সেখানে শব্দ প্রতিধ্বনিত হয় এবং বেশি শোনা যায়। লোক ভর্তি ঘরে মানুষের কোলাহল শব্দ শোষণ করে নেয়।
ক) কর্তায় শূন্য
খ) কর্মে শূন্য
গ) করণে শূন্য
ঘ) অপাদানে শূন্য
Note : 'গাড়ী স্টেশন ছাড়ল' বাক্যে 'স্টেশন' শব্দটি অপাদান কারকে শূন্য বিভক্তি। কোথা থেকে ছাড়ল? - স্টেশন থেকে। কোনো স্থান থেকে বিচ্যুতি বা স্থান বোঝালে অপাদান কারক হয়।
ক) কর্মে ২য়া
খ) করণে ৬ষ্ঠী
গ) অপদানে ৬ষ্ঠী
ঘ) অধিকরণে ৬ষ্ঠী
Note : 'কালির দাগ দাও' বাক্যে 'কালির' শব্দটি কর্ম কারকে ২য়া বিভক্তি। কাকে বা কি-কে দিয়ে প্রশ্ন করলে কর্ম কারক পাওয়া যায়। এখানে 'কালি'-কে প্রশ্ন করলে 'কালির দাগ' পাওয়া যায়।
ক) দ্বন্দ্ব
খ) সাধারণ কর্মধারয়
গ) তৎপুরুষ
ঘ) দ্বিগু
Note : মহর্ষি' একটি কর্মধারয় সমাস। 'মহান যে ঋষি' - এখানে বিশেষণ ও বিশেষ্যের সমাসে কর্মধারয় সমাস হয়।
ক) তৎপুরুষ
খ) বহুব্রীহি
গ) অব্যয়ীভাব
ঘ) দ্বন্দ্ব
Note : 'কানাকানি' একটি অব্যয়ীভাব সমাস। এখানে 'কান'-এর সঙ্গে 'কান' যুক্ত হয়ে 'কানাকানি' (ফিসফিস করে কথা বলা) বোঝায়, যা অব্যয়ের প্রাধান্য নির্দেশ করে।
ক) জলদ
খ) বারি
গ) জীমৃত
ঘ) অন্তরীক্ষ
Note : 'জলদ', 'বারি' (কিছুটা আপেক্ষিক অর্থে) এবং 'জীমৃত' মেঘের প্রতিশব্দ। 'অন্তরীক্ষ' অর্থ আকাশ বা নভোমন্ডল, যা মেঘের প্রতিশব্দ নয়।
জব সলুশন