কোন ভিটামিনের অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয়?
ক) ভিটামিন 'এ'
খ) 'বি'
গ) 'সি'
ঘ) 'ডি'
বিস্তারিত ব্যাখ্যা:
ভিটামিন 'সি'-এর অভাবে স্কার্ভি রোগ হয়, যার ফলে মাড়ি ফোলা, ঠোঁট ও জিহ্বায় ঘা এবং চামড়ায় ক্ষত দেখা দেয়।
Related Questions
ক) বেলে মাটি
খ) পলি মাটি
গ) দো-আঁশ মাটি
ঘ) এঁটেল মাটি
Note : দো-আঁশ মাটি হলো বেলে, পলি এবং এঁটেল মাটির একটি মিশ্রণ, যেখানে প্রতিটি উপাদানের পরিমাণ মোটামুটি সমান থাকে। এই মাটি কৃষি কাজের জন্য খুব উপযোগী।
ক) আইসোমার
খ) আইসোবার
গ) আইসোটোপ
ঘ) আইসোটোন
Note : আইসোটোপ হলো একই মৌলিক পদার্থের পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা (প্রোটন সংখ্যা) সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন।
ক) ৭২ সেমি
খ) ৭৪ সেমি
গ) ৭৬ সেমি
ঘ) ৭৭ সেমি
Note : সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ প্রায় ৭৬ সেন্টিমিটার পারদ স্তম্ভের সমান।
ক) শনি
খ) বুধ
গ) বৃহস্পতি
ঘ) মঙ্গল
Note : সূর্যের নিকটতম গ্রহ হলো বুধ (Mercury)।
ক) ডিউই
খ) মন্টেসরী
গ) ফ্রোয়েবল
ঘ) পেস্তালৎসী
Note : কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতির প্রবর্তক হলেন ফ্রেডরিখ ফ্র্যোবেল (Friedrich Fröbel)।
ক) পক
খ) জিব্রাল্টার
গ) হরমুজ
ঘ) বেরিং
Note : আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে বেরিং প্রণালী।
জব সলুশন