হ্যালির ধূমকেতু আবির্ভূত হয় -
ক) প্রতি একশত বছর পর পর
খ) আশি বছর পর পর
গ) দুইশত বছর পর পর
ঘ) ছিয়াত্তর বছর পর পর
বিস্তারিত ব্যাখ্যা:
হ্যালির ধূমকেতু প্রতি ৭৬ বছর পর পর পৃথিবীর আকাশে দেখা যায়।
Related Questions
ক) মহানন্দা
খ) করতোয়া
গ) ব্রহ্মপুত্র
ঘ) যমুনা
Note : মহাস্থানগড় বগুড়া জেলায় করতোয়া নদীর তীরে অবস্থিত।
ক) ক্লোরেলা
খ) শিমুল
গ) নস্টক
ঘ) ব্যাঙের ছাতা
Note : শিমুল গাছ একটি অপুষ্পক উদ্ভিদ নয়, এটি একটি সপুষ্পক উদ্ভিদ। ক্লোরেলা, নস্টক এবং ব্যাঙের ছাতা (ছত্রাক) অপুষ্পক উদ্ভিদ।
ক) পরমাণুর ফিশন পদ্ধতিতে
খ) পরমাণুর ফিউশন পদ্ধতিতে
গ) রাসায়ানিক বিক্রিয়ার ফলে
ঘ) তেজস্ক্রিয়তার ফলে
Note : সূর্যে যে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় তা নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে। হাইড্রোজেন পরমাণু হিলিয়াম পরমাণুতে রূপান্তরিত হওয়ার সময় এই শক্তি নির্গত হয়।
ক) কর্ণফুলি
খ) নাফ
গ) মাতামহুরী
ঘ) সাঙ্গু
Note : নাফ নদী মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে একটি প্রাকৃতিক সীমান্ত তৈরি করেছে।
ক) কেন্দ্রে
খ) উপকেন্দ্রে
গ) ভূ-অভ্যন্তরে
ঘ) উপকেন্দ্রের চারপাশে
Note : ভূমিকম্পের মূল উৎপত্তিস্থলকে কেন্দ্র (Focus) বলে। ভূমিকম্পের কম্পনের বেগ কেন্দ্রেই সর্বাধিক থাকে।
ক) পূর্ব গোলার্ধে
খ) পশ্চিম গোলার্ধে
গ) উত্তর গোলার্ধে
ঘ) সব গোলার্ধে
Note : ধ্রুবতারা উত্তর আকাশে স্থির থাকে এবং এটি উত্তর গোলার্ধ থেকে দেখা যায়।
জব সলুশন