Rise early with the lark.' In this sentence the verb 'rise' is-
ক) causative
খ) intransitive
গ) transitive
ঘ) factitive
বিস্তারিত ব্যাখ্যা:
'Rise' একটি intransitive verb, যার অর্থ 'ওঠা' বা 'উদিত হওয়া'। এটি নিজে নিজেই ঘটে এবং এর কোনো direct object নেই। যেমন: The sun rises. অর্থাৎ, এই ক্রিয়ার জন্য অন্য কোনো object-এর প্রয়োজন হয় না। 'Transitive verb'-এর direct object থাকে। 'Causative verb' অন্যকে দিয়ে কাজ করানো বোঝায়।
Related Questions
ক) স্কুইড
খ) তিমি
গ) অক্টোপাস
ঘ) ক্লাউন মাছ
Note : তিমি হলো একটি স্তন্যপায়ী জলজ প্রাণী। স্তন্যপায়ী প্রাণীদের ফুলকা থাকে না, তারা ফুসফুসের সাহায্যে শ্বাস নেয়। স্কুইড, অক্টোপাস এবং ক্লাউন মাছ ফুলকার সাহায্যে শ্বাস নেয়।
ক) শাপলা
খ) যমুনা
গ) দোয়েল
ঘ) এসার
Note : দোয়েল' হলো বাংলাদেশের তৈরি একটি ল্যাপটপের মডেল। এটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC) কর্তৃক নির্মিত।
ক) Mentrix
খ) Doe
গ) Gander
ঘ) Cousin
Note : Common gender হলো এমন বিশেষ্য যা পুরুষ বা মহিলা উভয়কেই বোঝাতে পারে। 'Cousin' (ভাই/বোন) শব্দটি পুরুষ বা মহিলা উভয়কেই বোঝাতে পারে। 'Mentrix' (মহিলা শিক্ষক/প্রশাসক) স্ত্রীলিঙ্গ (feminine)। 'Doe' (হরিণী) স্ত্রীলিঙ্গ। 'Gander' (পুরুষ হাঁস) পুংলিঙ্গ।
ক) মিশ্র বাক্য
খ) বিস্ময়বোধক বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) জটিল বাক্য
Note : এই বাক্যটিতে বিস্ময় বা আশ্চর্য প্রকাশ করা হয়েছে, তাই এটি একটি বিস্ময়বোধক বাক্য। শেষে বিস্ময়সূচক চিহ্ন (!) রয়েছে।
ক) স্পিকার
খ) প্রধানমন্ত্রী
গ) চিফ হুইপ
ঘ) মন্ত্রী পরিষদ সচিব
Note : বাংলাদেশের মন্ত্রী পরিষদের প্রধান হলেন প্রধানমন্ত্রী। স্পিকার হলেন জাতীয় সংসদের প্রধান। চিফ হুইপ ও মন্ত্রী পরিষদ সচিব প্রশাসনিক পদ।
ক) gerund
খ) infinitive
গ) verbal noun
ঘ) participle
জব সলুশন