কোন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আগা খান পুরস্কার দেয়া হয় ?

ক) বিশ্বশান্তি
খ) স্থাপত্য শিল্প
গ) চিকিৎসা শাস্ত্র
ঘ) দারিদ্র দূরীকরণ
বিস্তারিত ব্যাখ্যা:
আগা খান পুরস্কার (Aga Khan Award for Architecture) মূলত স্থাপত্য শিল্পের ক্ষেত্রে যুগান্তকারী এবং উদ্ভাবনী অবদানের জন্য প্রদান করা হয়। এটি মুসলিম বিশ্বে স্থাপত্যের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে।

Related Questions

ক) বুকার পুরস্কার
খ) অস্কার পুরস্কার
গ) ম্যাগসেসে পুরস্কার
ঘ) পুলিৎজার পুরস্কার
Note : বুকার পুরস্কার (Booker Prize) ইংরেজি ভাষায় লেখা সেরা উপন্যাসের জন্য প্রদান করা হয় এবং এটি ইংরেজি সাহিত্যের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত হয়। অস্কার চলচ্চিত্র, ম্যাগসেসে এশিয়া বিষয়ক এবং পুলিৎজার সাংবাদিকতা ও সাহিত্য বিষয়ক পুরস্কার।
ক) বাংলাদেশ
খ) ভারত
গ) ফিলিপাইন
ঘ) ইন্দোনেশিয়া
Note : ম্যাগসেসে পুরস্কারটি ফিলিপাইন সরকার কর্তৃক প্রদত্ত একটি অত্যন্ত সম্মানজনক পুরস্কার। এটি 'এশিয়ার নোবেল' হিসেবেও পরিচিত এবং এই পুরস্কারটি এশীয় অঞ্চলের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়।
ক) National Cricketers Training Board
খ) National Curriculum and Text Book Board
গ) National Curriculum and Training Board
ঘ) National Communication and Training Board
Note : NCTB-এর পূর্ণাঙ্গ রূপ হলো 'National Curriculum and Text Book Board' (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড)। এটি বাংলাদেশের শিক্ষাক্রম তৈরি এবং পাঠ্যপুস্তক প্রকাশনার দায়িত্বে নিয়োজিত একটি সরকারি সংস্থা।
ক) ফিনল্যান্ড
খ) ইংল্যান্ড
গ) পোল্যান্ড
ঘ) নেদারল্যান্ড
Note : স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো হলো ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেন। ঐতিহাসিকভাবে, ফিনল্যান্ডকেও স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের অংশ হিসেবে বিবেচনা করা হয়। ইংল্যান্ড উত্তর-পশ্চিম ইউরোপের একটি দেশ, পোল্যান্ড পূর্ব ইউরোপের এবং নেদারল্যান্ড পশ্চিম ইউরোপের একটি দেশ।
ক) আইএসআই
খ) মোসাদ
গ) র
ঘ) কেজিবি
Note : ইসরাইলের প্রধান গোয়েন্দা সংস্থা হলো 'মোসাদ' (Mossad)। ISI পাকিস্তানের গোয়েন্দা সংস্থা, RAW ভারতের এবং KGB ছিল সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা।
ক) ক্যালসিয়াম
খ) রক্তের গ্লুকোজ
গ) ভিটামিন-ই
ঘ) ইনসুলিন
Note : হাইপোগ্লাইসেমিয়া (Hypoglycemia) হলো রক্তে শর্করার (গ্লুকোজ) মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে যাওয়া। এটি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ইনসুলিনের অতিরিক্ত ব্যবহার বা অন্যান্য কারণে হতে পারে। তাই, রক্তের গ্লুকোজের অভাবকেই হাইপোগ্লাইসেমিয়া বলা হয়।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন