The cow gives us milk. বাক্যটির সঠিক passive হবে-

ক) We are being given milk by the cow
খ) We were given milk by the cow
গ) Milk is given to us by the cow
ঘ) Milk is being given go us by the cow
বিস্তারিত ব্যাখ্যা:
Active Voice: The cow gives us milk. (Subject: The cow Object: us milk)। Passive Voice এ Object (milk) Subject হয় এবং Object (us) Indirect Object হিসেবে থাকতে পারে। Present Indefinite Tense এর Passive Voice হয়: Subject + am/is/are + Verb (past participle) + by + Agent। তাই 'Milk is given to us by the cow' সঠিক Passive Voice। Option A তে Present Continuous Tense ব্যবহৃত হয়েছে। Option B তে Past Indefinite Tense ব্যবহৃত হয়েছে। Option D তে Tense এবং verb form ভুল।

Related Questions

ক) the most prettiest of all
খ) prettiest one of all
গ) the prettiest one from all
ঘ) the prettiest one of all
Note : Pretty' একটি two-syllable adjective যার শেষ অক্ষর 'y' থাকলে comparative form এ 'prettier' এবং superlative form এ 'prettiest' হয়। এখানে 'last one' এর সাথে superlative degree ব্যবহার করতে হবে। 'The prettiest one of all' হলো সঠিক রূপ। Option A তে 'most prettiest' ভুল কারণ 'prettiest' নিজেই superlative। Option B তে article 'the' নেই। Option C তে 'from all' এর চেয়ে 'of all' বেশি উপযুক্ত।
ক) Very few boys in the class are as good as Belal
খ) Belal is a good boy in the class
গ) Belal is better than any other boy in the class
ঘ) Belal is better than any other boys in the class
Note : Belal is the best boy in the class' একটি superlative sentence। এটিকে comparative degree তে রূপান্তর করলে বোঝানো হয় যে Belal অন্য সকল ছেলের চেয়ে ভালো। তাই 'Belal is better than any other boy in the class' সঠিক উত্তর। অন্যান্য অপশনগুলো ভুল কারণ Option A তে 'very few' ব্যবহার করা হয়েছে যা superlative এর বিপরীত এবং Option B একটি simple statement। Option D তে 'boys' (plural) ব্যবহার করা হয়েছে যা এখানে ভুল।
ক) অমর্ত্য সেন
খ) উইলিয়াম রসেটা
গ) মাইকেল লিফট
ঘ) গুনার মিরডাল
Note : 'The Idea of Justice' গ্রন্থটির রচয়িতা হলেন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ ও দার্শনিক অমর্ত্য সেন। এই গ্রন্থে তিনি ন্যায়বিচার সম্পর্কে প্রচলিত ধারণাগুলোকে নতুনভাবে ব্যাখ্যা করেছেন এবং এর সামাজিক ও রাজনৈতিক প্রভাব বিশ্লেষণ করেছেন।
ক) কৈলাশ সত্যার্থী
খ) প্রফেসর আব্দুস সালাম
গ) মালালা ইউসুফ জাঈ
ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
Note : মালালা ইউসুফ জাঈ (Malala Yousafzai) ১৭ বছর বয়সে, ২০১৪ সালে, শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি নারী শিক্ষার পক্ষে তাঁর নিরলস প্রচারণার জন্য এই সম্মাননা পান। এটি তাঁকে নোবেল পুরস্কার প্রাপ্ত সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিতি দিয়েছে।
ক) Economics (অর্থনীতি)
খ) Peace (শান্তি)
গ) Micro Credit (ক্ষুদ্রঋণ)
ঘ) Poverty Alleviation (দারিদ্র বিমোচন)
Note : ড. মুহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। নোবেল কমিটি তাদের 'দারিদ্র্য বিমোচনে' এবং 'ক্ষুদ্রঋণ' (Micro Credit) প্রসারে অবদানের জন্য এই সম্মাননা প্রদান করে। যদিও তাঁর কাজ অর্থনীতি ও দারিদ্র্য বিমোচন সম্পর্কিত, তবে শান্তিতে নোবেল প্রাপ্তির মূল কারণ হলো তাঁর কাজের মাধ্যমে সমাজে শান্তি ও স্থিতিশীলতা আনা।
ক) ডা. সাঈদ হায়দার
খ) ড. জামিলুর রেজা চৌধুরী
গ) তোয়াব খান
ঘ) অধ্যাপক জুলেখা হক
Note : ২০১৮ সালে গবেষণায় একুশে পদক পেয়েছেন অধ্যাপক জুলেখা হক। একুশে পদক বাংলাদেশের একটি অন্যতম সর্বোচ্চ বেসামরিক পুরস্কার যা ভাষা আন্দোলন, শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন