কোনটি কর্মধারয় সমাসের উদাহরণ?
ক) দুর্ভিক্ষ = ভিক্ষার অভাব
খ) নীলকণ্ঠ = নীল কণ্ঠ যার
গ) দম্পতি = জায়া ও পতি
ঘ) একাদশ = একের অধিক দশ
Related Questions
ক) বুলবুলিতে ধান খেয়েছে
খ) গোয়ালে গরু আছে
গ) সৎপাত্রে কন্যা দান কর
ঘ) পরাজয়ে ডরে না বীর
ক) ছাগলে কি না খায়
খ) টাকায় টাকা আনে
গ) আরিফ বই পড়ে
ঘ) ডাক্তার ডাক
ক) অরণ্য
খ) সমুদ্র
গ) পর্বত
ঘ) স্থাবর
Note : জঙ্গম' শব্দের অর্থ যা চলাচল করে বা গতিশীল। এর বিপরীতার্থক শব্দ হলো 'স্থাবর', যার অর্থ যা স্থির বা অচল। অরণ্য (বন), সমুদ্র (সাগর) এবং পর্বত (পাহাড়) স্থানবাচক শব্দ।
ক) বনস্পতি
খ) পরগাছা
গ) বর্ণচোরা
ঘ) আগাছা
Note : যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না, তাকে 'বনস্পতি' বলে। এই শব্দটি সাধারণত বিশাল ও ফলবান বৃক্ষ বোঝাতে ব্যবহৃত হয়। পরগাছা অন্য উদ্ভিদের উপর নির্ভর করে জীবন ধারণ করে। বর্ণচোরা বলতে লুকানো বা ছদ্মবেশী বোঝায়। আগাছা অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ।
জব সলুশন