কোন বাংলাদেশী সর্বপ্রথম এভারেস্টের চূড়ায় আরোহণ করেন?
ক) মুসা ইব্রাহিম
খ) নিশাত মজুমদার
গ) এম. এ. মুহিত
ঘ) ওয়াসফিয়া নাজরীন
বিস্তারিত ব্যাখ্যা:
মুসা ইব্রাহিম সর্বপ্রথম বাংলাদেশী হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন (২১ মে ২০১২)। নিশাত মজুমদার (মহিলা পর্বতারোহী) এবং ওয়াসফিয়া নাজরীন (মহিলা পর্বতারোহী) অন্য পর্বতারোহী।
Related Questions
ক) পরীবিবির দুর্গ
খ) আজম দুর্গ
গ) আওরঙ্গবাদ দুর্গ
ঘ) শায়েস্তা খান দুর্গ
Note : মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় এবং তখন এর নাম ছিল 'আওরঙ্গবাদ দুর্গ'। পরীবিবির দুর্গ কেল্লার একটি অংশ। শাহজাদা আযম কেল্লার নির্মাণ কাজের সাথে যুক্ত ছিলেন।
ক) দ্রুত জনসংখ্যা বৃদ্ধি
খ) গাছপালা কাটা
গ) পাহাড় কাটা
ঘ) নদী ভরাট করা
Note : দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পরোক্ষভাবে পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ, কারণ জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে সম্পদের ব্যবহার বৃদ্ধি পায় এবং বর্জ্য উৎপন্ন হয়। গাছপালা কাটা, পাহাড় কাটা এবং নদী ভরাট করাও পরিবেশ দূষণের কারণ, তবে জনসংখ্যা বৃদ্ধি একটি মৌলিক কারণ।
ক) ইব্রাহিম লোদি
খ) শিবাজি
গ) বৈরাম খাঁ
ঘ) রানা প্রতাপ সিংহ
Note : ১৫২৬ সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর দিল্লি সালতানাতের শেষ সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন। শিবাজি (মারাঠা নেতা), বৈরাম খাঁ (মুঘল সেনাপতি), এবং রানা প্রতাপ সিংহ (মেবারের রাজা) অন্য ঐতিহাসিক ব্যক্তি।
ক) একটি বড় দ্বীপ নিয়ে
খ) দুইটি ছোট দ্বীপ নিয়ে
গ) চারটি দ্বীপ নিয়ে
ঘ) অনেকগুলো দ্বীপ নিয়ে
Note : মালদ্বীপ অসংখ্য ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপ রাষ্ট্র।
ক) পানিতে আর্সেনিকের পরিমাণ হ্রাস
খ) পরিবেশ দূষণ হ্রাস
গ) ডেঙ্গু জ্বরের প্রকোপ কমানো
ঘ) উৎপাদন খরচের আধিক্য
Note : পলিথিন অপচনশীল হওয়ায় এটি পরিবেশ দূষণের একটি বড় কারণ। এটি মাটি ও পানি দূষিত করে এবং জীববৈচিত্র্যের ক্ষতি করে।
জব সলুশন