মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয়-

ক) ইলেকট্রন
খ) অণু
গ) পরমাণু
ঘ) প্রোটন
বিস্তারিত ব্যাখ্যা:
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে পরমাণু বলে। অণু হলো দুই বা ততোধিক পরমাণুর সমষ্টি। ইলেকট্রন ও প্রোটন পরমাণুর উপাদান।

Related Questions

ক) ওজোন স্তর ধ্বংস করে
খ) রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে
গ) বায়ুর তাপ বৃদ্ধি করে
ঘ) এসিড বৃষ্টিপাত ঘটায়
ক) 506
খ) 406
গ) 306
ঘ) 206
Note : একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে ২০৬ টি হাড় থাকে। জন্মকালে শিশুর দেহে হাড়ের সংখ্যা বেশি থাকলেও বয়ঃসন্ধিকালে কিছু হাড় একত্রিত হয়ে ২০৬ টি তে দাঁড়ায়।
ক) ২৪ জোড়া
খ) ২৬ জোড়া
গ) ২৩ জোড়া
ঘ) ২৫ জোড়া
Note : মানুষের দেহকোষে মোট ৪৬টি ক্রোমোজোম থাকে, যা ২৩ জোড়া। এর মধ্যে ২২ জোড়া অটোজোম এবং ১ জোড়া সেক্স ক্রোমোজোম।
ক) বন্ধুদের সমাগম
খ) আত্মীয় সমাগম
গ) প্রিয়জন সমাগম
ঘ) গণ্যমান্যদের সমাগম
ক) তপঃ + বন
খ) তপ + বন
গ) তপোঃ + বন
ঘ) তপো + বন
Note : 'তপোবন' শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো 'তপঃ + বন'। এখানে বিসর্গ (ঃ) এর পরে ব্যঞ্জন ধ্বনি 'ব' আসায় বিসর্গ 'ও' কারে পরিণত হয়েছে।
ক) সুসংবাদ
খ) আবেগের বহিঃপ্রকাশ
গ) উৎফুল্ল হওয়া
ঘ) সৌভাগ্যের বিষয়
Note : 'একাদশে বৃহস্পতি' একটি প্রবাদ বাক্য, যার অর্থ অত্যন্ত সৌভাগ্য। দেবগুরু বৃহস্পতির একাদশ রাশিতে অবস্থানকে শুভ বলে ধরা হয়, তাই এই প্রবাদটি সৌভাগ্য বা সুদিন বোঝাতে ব্যবহৃত হয়।

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - অফিস অ্যাসিস্ট্যান্ট (19-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন