'হিমছড়ি' কোন শহরের নিকট অবস্থিত?

ক) বান্দরবান
খ) কক্সবাজার
গ) রাঙ্গামাটি
ঘ) চট্টগ্রাম
বিস্তারিত ব্যাখ্যা:
হিমছড়ি (Himchari) বাংলাদেশের কক্সবাজার জেলার একটি মনোরম পর্যটন কেন্দ্র, যা কক্সবাজার শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

Related Questions

ক) আকবর
খ) ইলিয়াস শাহ
গ) লক্ষণ সেন
ঘ) বিজয় সেন
Note : বাংলা সনের প্রবর্তক ছিলেন সম্রাট আকবর। তবে, পহেলা বৈশাখ উৎসবের প্রচলন আকবরের সময়েই শুরু হয়, কিন্তু এর আনুষ্ঠানিক প্রবর্তক হিসেবে অনেক সময় লক্ষণ সেনের নামও উল্লেখ করা হয়। তবে সরকারিভাবে ও ঐতিহাসিকভাবে আকবরকেই বাংলায় নববর্ষ পালনের জনক হিসেবে ধরা হয়।
ক) ১৮৯৭ সালে
খ) ১৯০২ সালে
গ) ১৯০৫ সালে
ঘ) ১৯২১ সালে
Note : ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯২১ সালের ১লা জুলাই প্রতিষ্ঠিত হয়।
ক) মাধ্যাকর্ষণ শক্তি
খ) মহাকর্ষ শক্তি
গ) প্রচণ্ড উত্তাপ
ঘ) অবিরাম আবর্তন
Note : পৃথিবী তার নিজ অক্ষের উপর অবিরাম আবর্তনের ফলে কেন্দ্রাতিগ বলের প্রভাবে উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে কিছুটা চাপা এবং নিরক্ষীয় অঞ্চল বরাবর কিছুটা স্ফীত হয়েছে। এটি পৃথিবীর আকৃতি 'অভিগত গোলক' হওয়ার প্রধান কারণ।
ক) ২৩ অক্টোবর ও ২২ ডিসেম্বর
খ) ২২ ডিসেম্বর ও ২৩ সেপ্টেম্বর
গ) ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
ঘ) ২১ জুন ও ২২ ডিসেম্বর
Note : পৃথিবীর সর্বত্র দিবারাত্রি সমান হয় বিষুব সংক্রান্তিতে, যা বছরে দুবার ঘটে: ২১ মার্চ (মহাবিষুব) এবং ২৩ সেপ্টেম্বর (জলবিষুব)। এই দুই দিনে সূর্য বিষুব রেখার উপর লম্বভাবে কিরণ দেয়।
ক) ৩ স্তরবিশিষ্ট
খ) ৪ স্তরবিশিষ্ট
গ) ৫ স্তরবিশিষ্ট
ঘ) স্তরবিহীন
Note : পৃথিবীর বায়ুমণ্ডলকে প্রধানত চারটি স্তরে ভাগ করা হয়: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার (বা আয়নোস্ফিয়ার)।
ক) সমুদ্রের ঘূর্ণিঝড়
খ) সমুদ্রের পানিতে তাপের পরিচালনা
গ) সমুদ্রের পানিতে ঘনত্বের তারতম্য
ঘ) বায়ু প্রবাহের প্রভাব
Note : সমুদ্র স্রোতের প্রধান কারণগুলির মধ্যে বায়ু প্রবাহ অন্যতম। এছাড়া পৃথিবীর ঘূর্ণন, তাপমাত্রার তারতম্য, পানির লবণাক্ততা (ঘনত্ব), এবং সমুদ্রের তলদেশের ভূপ্রকৃতিও স্রোতের উপর প্রভাব ফেলে। তবে, বায়ু প্রবাহকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ধরা হয়।

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - অফিস অ্যাসিস্ট্যান্ট (19-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন