স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ
ক) এক সমকোণের অর্ধেক
খ) দুই সমকোণ
গ) এক সমকোণ
ঘ) সূক্ষ্মকোণ
বিস্তারিত ব্যাখ্যা:
একটি বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং ওই স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থান করে। অর্থাৎ, তাদের অন্তর্ভুক্ত কোণ হলো ৯০ ডিগ্রী বা এক সমকোণ।
Related Questions
ক) ২(দৈর্ঘ্য × উচ্চতা)
খ) দৈর্ঘ্য × প্রস্থ
গ) ২ (দৈর্ঘ্য × প্রস্থ)
ঘ) ভূমি × উচ্চতা
Note : সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো ভূমি × উচ্চতা।
ক) হেগে
খ) প্যারিসে
গ) লন্ডনে
ঘ) জেনেভায়
Note : স্থায়ী সালিশী আদালত (Permanent Court of Arbitration - PCA) নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত।
ক) মাওলানা ভাসানী
খ) সৈয়দ আমীর আলী
গ) হাজী মুহম্মদ মুহসীন
ঘ) নওয়াব সলিমুল্লাহ
Note : মুসলিম লীগ ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর অন্যতম প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন নওয়াব সলিমুল্লাহ।
ক) পৃথিবী
খ) শনি
গ) বুধ
ঘ) বৃহস্পতি
Note : সৌরজগতের আটটি গ্রহের মধ্যে বুধ (Mercury) হলো সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ। প্লুটোকে বামন গ্রহ হিসেবে গণ্য করা হয়।
ক) ধ্রুবতারা
খ) লুব্ধক
গ) প্রক্সিমা সেন্টারাই
ঘ) পুলজ
Note : আকাশের উজ্জ্বলতম নক্ষত্র হলো লুব্ধক (Sirius)। ধ্রুবতারা উত্তর আকাশে স্থির থাকে এবং দিক নির্ণয়ে ব্যবহৃত হয়, কিন্তু এটি সবচেয়ে উজ্জ্বল নয়। প্রক্সিমা সেন্টোরি (Proxima Centauri) সূর্যের নিকটতম নক্ষত্র।
ক) স্টালিন
খ) লেনিন
গ) রুজভেল্ট
ঘ) হিটলার
Note : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন) নেতা ছিলেন জোসেফ স্টালিন। অন্যদিকে, রুজভেল্ট ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং হিটলার ছিলেন জার্মানির শাসক।
জব সলুশন