The Spirit of Islam ' বইটির লেখক কে?

ক) সৈয়দ আমীর আলি
খ) হাজী মুহম্মদ মুহসীন
গ) বেগম রোকেয়া
ঘ) মাওলানা আবুল কালাম আজাদ
বিস্তারিত ব্যাখ্যা:
'The Spirit of Islam' বইটির লেখক হলেন সৈয়দ আমীর আলি।

Related Questions

ক) নেপোলিয়ন
খ) ফিলিপস
গ) দ্বাদশ লুই
ঘ) ষোড়শ লুই
Note : ফরাসি বিপ্লবের সময় (১৭৮৯ সাল) ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
ক) চট্টগ্রাম ও কক্সবাজার
খ) দিনাজপুর ও রংপুর
গ) কুমিল্লা ও নোয়াখালী
ঘ) রাজশাহী ও বগুড়া
Note : প্রাচীনকালে বর্তমান বাংলাদেশের কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে সমতট বলা হতো।
ক) লন্ডন
খ) ওয়াশিংটন
গ) নিউইয়র্ক
ঘ) প্যারিস
Note : জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থিত।
ক) দিনাজপুর
খ) কুষ্টিয়া
গ) লালমনিরহাট
ঘ) কুড়িগ্রাম
Note :

তিস্তা বাঁধ স্থাপিত হয়েছে ১৯৯৮ খ্রিষ্টাব্দে তিস্তা নদীর বাংলাদেশ অংশে। লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার গাডিমারী ইউনিয়নের দোয়ানী গ্রামে ১৯৭৯ খ্রিষ্টাব্দে এই বাঁধ নির্মাণ কার্যক্রম শুরু হয়। ১৯৯০-এ মূল বাঁধ নির্মাণ কার্যক্রম শেষ হয়, অন্যান্য কাজ বাকী থাকে। ৬১৫ দশমিক ২৪ মিটার দীর্ঘ এই বাধেঁর উদ্দেশ্য ছিল ৬ লাখ কিউসেক পরিমাণ পানি শুষ্ক মৌসুমে সেচের জন্য বিভিন্নখাতে প্রবাহিত করা। ৭টি জেলার ৩৫টি উপজেলার ১৩ লাখ ৩৫ হাজার একর জমি সেচের আওতায় এনে ফসল ফলানের লক্ষ্যে ১৯৫৩ খ্রিষ্টাব্দে তৎকালীন পাকিস্তান সরকার বৃহৎ তিস্তা প্রকল্পের আওতায় তিস্তা বাঁধ নির্মাণের সূত্রপাত করে।

ক) ২২ নটিক্যাল মাইল
খ) ১২ নটিক্যাল মাইল
গ) ২২০ নটিক্যাল মাইল
ঘ) ২০০ নটিক্যাল মাইল
Note : বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা হলো ১২ নটিক্যাল মাইল।
ক) ৪৮:১৬
খ) ২৪:০৮
গ) ৪৫:১৫
ঘ) ৩৬:১২
Note :

 

মনে করি,

পুত্রের বয়স ক

পিতার  বয়স ৩ক প্রশ্নমতে,

৩ক-৫=৪ক-২০

বা।-ক=-১৫

বা,ক=১৫

সুতরাং,

পিতার বয়স=৩X১৫=৪৫ বছর

পুত্রের বয়স ১৫ বছর

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন