সম্প্রতি ব্রাজিল ও আর্জেন্টিনার প্রস্তাবিত নতুন মুদ্রার নাম কী?

ক) সুরো
খ) সুর (দক্ষিণ)
গ) মেরকো
ঘ) লাতিনো
বিস্তারিত ব্যাখ্যা:

ব্রাজিল ও আর্জেন্টিনা নিজেদের মধ্যে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি এবং মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে একটি অভিন্ন মুদ্রা চালুর পরিকল্পনা করছে। এই প্রস্তাবিত মুদ্রার নাম 'সুর' যার অর্থ দক্ষিণ।

Related Questions

ক) রাষ্ট্রপতি
খ) প্রধান বিচারপতি
গ) অন্তর্বর্তী প্রধানমন্ত্রী
ঘ) সেনাবাহিনী প্রধান
Note :

নেপালে জেন-জি বিক্ষোভের সময় নিহতদের দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বাধীন সরকার 'শহীদ' ঘোষণা করেছে। সরকার শহীদ পরিবারকে আর্থিক সহায়তা প্রদানেরও সিদ্ধান্ত নিয়েছে।

ক) ২৪ সেপ্টেম্বর ২০২৫
খ) ১৬ সেপ্টেম্বর ২০২৫
গ) ১২ সেপ্টেম্বর ২০২৫
ঘ) ১০ সেপ্টেম্বর ২০২৫
Note :

নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর দেশটির প্রথম নারী অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভ ও সহিংসতার পর তিনি এই দায়িত্ব নেন।

ক) ১৫ সেপ্টেম্বর
খ) ১৭ সেপ্টেম্বর
গ) ১৯ সেপ্টেম্বর
ঘ) ২০ সেপ্টেম্বর
Note :

১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর পাকিস্তানি শাসকগোষ্ঠীর গণবিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় ওয়াজিউল্লাহ গোলাম মোস্তফা বাবুলসহ অনেকে শহীদ হন। তাদের আত্মত্যাগের স্মরণে এই দিনটিকে ঐতিহাসিক শিক্ষা দিবস হিসেবে পালন করা হয়।

ক) মেডিকেল ভিসা
খ) হেলথ কার্ড
গ) গ্রিন চ্যানেল
ঘ) স্পেশাল পাস
Note :

চীন বাংলাদেশী রোগীদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া সহজ করতে 'গ্রিন চ্যানেল' নামে একটি বিশেষ সুবিধা চালু করেছে যার মাধ্যমে দ্রুত ও কম জটিলতায় ভিসা পাওয়া যাবে। এটি দুই দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধির অংশ।

ক) Present indefinite tense
খ) Past tense
গ) Present perfect tense
ঘ) Present perfect continuous tense
Note : বাক্যটিতে 'has been' ব্যবহৃত হয়েছে যা Present Perfect Tense-এর গঠন (Subject + have/has + Past Participle)। এখানে কাজটি (অসুস্থ হওয়া) অতীতে শুরু হয়েছে এবং তার ফল এখনও বর্তমান আছে বোঝানো হচ্ছে। তাই এটি Present Perfect Tense-এর উদাহরণ।
ক) is
খ) was being
গ) has been
ঘ) was
Note : এখানে অসুস্থতা অতীতে শুরু হয়ে এখনও বর্তমান এবং সময়কাল (for nearly a week) উল্লেখ আছে। এই ধরনের অবস্থা বোঝাতে Present Perfect Tense (have/has + past participle) ব্যবহৃত হয়। 'to be' verb-এর past participle হলো 'been'। তাই 'has been' সঠিক।

জব সলুশন

সিভিল সার্জনের কার্যালয়, চট্টগ্রাম - স্টোর কিপার/ স্বাস্থ্য সহকারী (19-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন