কাকনিদ্রা” শব্দটির অর্থ কি?
ক) অগভীর সতর্ক নিদ্রা
খ) কাকের নিদ্রার ন্যায়
গ) অনিষ্ট চিন্তা
ঘ) কপট নিদ্রা
বিস্তারিত ব্যাখ্যা:
'কাকনিদ্রা' বাগধারাটির অর্থ হলো অগভীর সতর্ক নিদ্রা বা কপট নিদ্রা। কাক হালকা ঘুমালেও সতর্ক থাকে এই ধারণা থেকে এর উৎপত্তি। অগভীর সতর্ক নিদ্রা তাই সঠিক উত্তর।
Related Questions
ক) অমাবশ্যার চাঁদ আকাশ কুসুম
খ) রুই-কাতলা কেউকেটা
গ) বকধার্মিক বিড়াল তপস্বী
ঘ) বকধার্মিক ভিজা বেড়াল
Note : বকধার্মিক' ও 'বিড়াল তপস্বী' উভয় বাগধারার অর্থ হলো ভণ্ড বা কপট ধার্মিক ব্যক্তি। তাই এই জোড়াটি সর্বাধিক সমার্থক বাচক। অন্যান্য জোড়াগুলোর মধ্যে সমার্থক বাচক সম্পর্ক ততটা জোরালো নয়।
ক) প্রত্যুষ
খ) বীণাপানি
গ) মূঢ়
ঘ) চরিত্র
Note : 'বীণাপানি' শব্দটি অশুদ্ধ এর শুদ্ধ রূপ হলো 'বীণাপাণি'। 'প্রত্যুষ' 'মূঢ়' এবং 'চরিত্র' শব্দগুলো শুদ্ধ।
ক) সরল
খ) বঙ্কিম
গ) বেঁটে
ঘ) ভঙ্গুর
Note : ঋজু' শব্দের অর্থ সরল বা সোজা। এর বিপরীত শব্দ হলো 'বঙ্কিম' যার অর্থ বাঁকা। 'সরল' ঋজু শব্দের সমার্থক। 'বেঁটে' এবং 'ভঙ্গুর' অর্থগতভাবে ভিন্ন।
ক) অসম্ভব চালাক
খ) একই দলের লোক
গ) একতাই বল
ঘ) বর্ষাকালীন মাছ
Note : 'ঝাঁকের কই' বাগধারাটির অর্থ হলো একই দল বা গোত্রের অন্তর্ভুক্ত ব্যক্তি। কই মাছ ঝাঁক বেঁধে চলে এই ধারণা থেকে এর উৎপত্তি। তাই একই দলের লোক সঠিক উত্তর।
ক) শাংহাই টাওয়ার
খ) তিয়েন আনমেন স্কয়ার বেইজিং
গ) হাভানা স্কয়ার
ঘ) তিয়ানজিন বন্দর
Note :
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে চীন ২০২৫ সালের ৩ সেপ্টেম্বর বেইজিংয়ের তিয়েন আনমেন স্কয়ারে একটি সামরিক মহড়া অনুষ্ঠিত করে। এই মহড়ায় বিশ্বনেতারা উপস্থিত ছিলেন।
ক) ৩৫তম
খ) ৩৬তম
গ) ৩৮তম
ঘ) ৪০তম
Note :
২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর ৩৮তম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল।
জব সলুশন