একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কতজন উভয়টিই খেলে?

ক) ৩ জন
খ) ৫ জন
গ) ৭ জন
ঘ) ১০ জন
বিস্তারিত ব্যাখ্যা:
মোট ছাত্র ৩০ জন। কিছুই খেলে না ৫ জন। খেলে এমন ছাত্র = ৩০ - ৫ = ২৫ জন। শুধু ফুটবল খেলে = ১৮ জন। শুধু ক্রিকেট খেলে = ১৪ জন। উভয়টি খেলে = (১৮ + ১৪) - ২৫ = ৩২ - ২৫ = ৭ জন। ৭ জন তাই সঠিক উত্তর।

Related Questions

ক) 48
খ) 52
গ) 60
ঘ) 72
Note : দুটি সংখ্যার গুণফল = লসাগু × গসাগু। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি = (২ × ৩৬০) / ১০ = ৭২০ / ১০ = ৭২। ৭২ তাই সঠিক উত্তর।
ক) ১৩ বছর
খ) ১৬ বছর
গ) ১৫ বছর
ঘ) ১৪ বছর
Note : মোট ১৫ জন (৬+৮+১) এর মোট বয়স = ৩৫ × ১৫ = ৫২৫ বছর। ৬ জন পুরুষের মোট বয়স = ৪০ × ৬ = ২৪০ বছর। ৮ জন স্ত্রীলোকের মোট বয়স = ৩৪ × ৮ = ২৭২ বছর। পুরুষ ও স্ত্রীলোকের মোট বয়স = ২৪০ + ২৭২ = ৫১২ বছর। বালকের বয়স = ৫২৫ - ৫১২ = ১৩ বছর। ১৩ বছর তাই সঠিক উত্তর।
ক) ৫ ঘণ্টায়
খ) ৬ ঘণ্টায়
গ) ৭ ঘণ্টায়
ঘ) ৮ ঘণ্টায়
Note : প্রথম নলটি ১ ঘণ্টায় পূর্ণ করে ১/১০ অংশ। দ্বিতীয় নলটি ১ ঘণ্টায় পূর্ণ করে ১/১৫ অংশ। উভয় নল একত্রে ১ ঘণ্টায় পূর্ণ করে ১/৬ অংশ। সুতরাং নল দুটি একত্রে চৌবাচ্চাটি পূর্ণ করতে ৬ ঘণ্টা সময় নেবে।
ক) He said if I like music
খ) He asked me do I like music
গ) He asked to me if like music
ঘ) He asked me if I liked music
Note : Direct Speech কে Indirect Speech এ রূপান্তর করার সময় প্রশ্নবোধক বাক্যে 'said to' এর পরিবর্তে 'asked' ব্যবহৃত হয় এবং 'if' বা 'whether' বসে। Verb এর কাল পরিবর্তিত হয়। He asked me if I liked music সঠিক Indirect form। He asked me if I liked music তাই সঠিক উত্তর।
ক) Securities issued by the Government
খ) Industrial shares considered to be a risky investment
গ) Industrial shares considered to be a safe investment
ঘ) None of these
Note : Blue chips' হলো শিল্প শেয়ার যা একটি নিরাপদ বিনিয়োগ হিসাবে বিবেচিত হয়। এই কোম্পানিগুলো সাধারণত সুপ্রতিষ্ঠিত এবং আর্থিকভাবে শক্তিশালী। Industrial shares considered to be a safe investment তাই সঠিক উত্তর।
ক) To save oneself
খ) To keep calm
গ) To be self-respectful
ঘ) None of these
Note : 'To keep one's head' বাগধারাটির অর্থ হলো শান্ত থাকা বা মাথা ঠাণ্ডা রাখা বিশেষত কঠিন পরিস্থিতিতে। To keep calm সঠিক উত্তর।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন