কে “ডেজার্ট ফক্স” নামে পরিচিতি?
ক) ফিল্ড মার্শাল রোমেল
খ) আনোয়ার সাদাত
গ) মার্শাল টিটো
ঘ) কামাল আতাতুর্ক
বিস্তারিত ব্যাখ্যা:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মান জেনারেল ফিল্ড মার্শাল এরউইন রোমেল তার কৌশলগত দক্ষতার জন্য 'ডেজার্ট ফক্স' নামে পরিচিত ছিলেন। ফিল্ড মার্শাল রোমেল তাই সঠিক উত্তর।
Related Questions
ক) প্রিস্টিনা
খ) তিরানা
গ) বুদাপেস্ট
ঘ) নিকোশিয়া
Note : কসোভোর রাজধানী হলো প্রিস্টিনা। প্রিস্টিনা তাই সঠিক উত্তর। তিরানা আলবেনিয়ার বুদাপেস্ট হাঙ্গেরির এবং নিকোশিয়া সাইপ্রাসের রাজধানী।
ক) পারস্য উপসাগর
খ) আরব সাগর
গ) বঙ্গোপসাগর
ঘ) ক্যারিবিয়ান সাগর
Note : আবু মুসা দ্বীপ পারস্য উপসাগরে অবস্থিত। এটি ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিতর্কিত একটি দ্বীপ। পারস্য উপসাগর তাই সঠিক উত্তর।
ক) জাপান
খ) চীন
গ) মালয়েশিয়া
ঘ) ইন্দোনেশিয়া
Note : ব্যাডমিন্টন ইন্দোনেশিয়ার জাতীয় খেলা। যদিও মালয়েশিয়াও ব্যাডমিন্টনে বেশ শক্তিশালী। ইন্দোনেশিয়া তাই সঠিক উত্তর।
ক) নীল আলোতে
খ) বেগুনী আলোতে
গ) লাল আলোতে
ঘ) সবুজ আলোতে
Note : সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ সৌরশক্তি ব্যবহার করে খাদ্য তৈরি করে। আলোর বর্ণালীর মধ্যে লাল আলোতে সালোকসংশ্লেষণের হার সবচেয়ে বেশি হয় কারণ ক্লোরোফিল এই আলো সবচেয়ে বেশি শোষণ করে। লাল আলোতে তাই সঠিক উত্তর।
ক) পাহাড়ের উপর
খ) মেরু অঞ্চলে
গ) বিষুব অঞ্চলে
ঘ) খনির অভ্যন্তরে
Note : পৃথিবীর আকৃতি পুরোপুরি গোলাকার না হয়ে মেরু অঞ্চলে কিছুটা চাপা এবং বিষুব অঞ্চলে স্ফীত। এর ফলে মেরু অঞ্চল পৃথিবীর কেন্দ্র থেকে বিষুব অঞ্চলের চেয়ে কিছুটা কাছে অবস্থিত। অভিকর্ষজ ত্বরণ g এর মান মেরু অঞ্চলে বেশি তাই বস্তুর ওজন W=mg মেরু অঞ্চলে সবচেয়ে বেশি হয়। মেরু অঞ্চলে তাই সঠিক উত্তর।
ক) ১০টি
খ) ৯টি
গ) ৭টি
ঘ) ৫টি
Note :
জাতীয় স্মৃতিসৌধের ফলক ৭ টি ।এর অপর নাম "সম্মিলিত প্রয়াস"। ১৫০ ফুট উচ্চতাবিশিষ্ট এই স্মৃতিসৌধটি ঢাকা শহরের উপকণ্ঠে সাভারের নবীনগরে অবস্থিত ।
১৯৫২ এর ভাসা আন্দোলন ,
১৯৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন,
১৯৫৬ সালের ইসলামী শাসনতন্ত্রের আন্দোলন,
১৯৬২ এর শিক্ষা আন্দোলন ,
১৯৬৬ সালের ছয়দফা আন্দোলন ,
১৯৬৯ এর গণঅভুজথান ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এই সাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে।
জব সলুশন