মীর মশাররফ হোসেন সম্পর্কে কোন তথ্যটি যথার্থ নয়?
ক) তিন খণ্ডে 'বিষাদ-সিন্ধু' রচনা করেন
খ) নিজের জীবনী রচনা করেন
গ) জমিদারি দেখাশোনার কাজ করেছেন
ঘ) বিবি কুলসুম তাঁর প্রথম স্ত্রী
বিস্তারিত ব্যাখ্যা:
বিবি কুলসুম তার প্রথম স্ত্রী ছিলেন না তার প্রথম স্ত্রী ছিলেন আজিজননেসা বেগম।
Related Questions
ক) নতুনের জয়গান গাওয়া
খ) সামন্তবাদের বিলুপ্তি দেখানো
গ) শ্রমিকদের অপ্রাপ্তি তুলে ধরা
ঘ) পুঁজিবাদের নেতিবাচক প্রভাব দেখানো
Note : রক্তকরবী' নাটকে যান্ত্রিক সভ্যতার আগ্রাসন শ্রমিকের শোষণ এবং পুঁজিবাদের নেতিবাচক প্রভাব স্পষ্টত দেখানো হয়েছে।
ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) ফররুখ আহমদ
ঘ) বন্দে আলী মিয়া
Note : হরফের ছড়া' ফররুখ আহমদের লেখা একটি বর্ণশিক্ষার বই যা শিশুদের জন্য রচিত হয়েছিল।
ক) শামসুর রাহমান
খ) আল মাহমুদ
গ) আহসান হাবীব
ঘ) আবদুল গাফ্ফার চৌধুরী
Note : উল্লিখিত চরণগুলো কবি আল মাহমুদ রচিত 'তিতুমীরের কন্যা' কবিতার অংশ। এটি তার দেশপ্রেম ও ঐতিহ্য চেতনার পরিচয় বহন করে।
ক) মার্কসবাদ
খ) বাস্তববাদ
গ) অস্তিত্ববাদ
ঘ) পরাবাস্তববাদ
Note : সৈয়দ ওয়ালীউল্লাহ্র 'চাঁদের অমাবস্যা' উপন্যাসে মূলত অস্তিত্ববাদী জীবনদর্শনের রূপায়ণ ঘটেছে যেখানে মানুষের আত্মপরিচয় সংকট নৈতিক দ্বিধা এবং সমাজের চাপ চিত্রিত হয়েছে।
ক) ইসমাইল হোসেন সিরাজী
খ) সৈয়দ মুজতবা আলী
গ) আবু জাফর শামসুদ্দীন
ঘ) শামসুদ্দীন আবুল কালাম
Note : ইসমাইল হোসেন সিরাজী ছিলেন একজন প্রখ্যাত লেখক ও সংস্কারক। তার 'তুরস্ক-ভ্রমণ' গ্রন্থটি তার একটি উল্লেখযোগ্য রচনা।
ক) পদ্মাবতী
খ) হপ্তপয়কর
গ) সিকান্দরনামা
ঘ) তোফা
Note : আলাওল তার 'পদ্মাবতী' কাব্যে ব্যক্তিগত জীবনের কিছু তথ্য ও আত্মপরিচয়মূলক কথা লিখেছেন যা অন্যান্য কাব্যে অনুপস্থিত।
জব সলুশন