বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ কোনটি?
ক) সোনাদিয়া
খ) কুতুবদিয়া
গ) সন্দ্বীপ
ঘ) মহেশখালী
বিস্তারিত ব্যাখ্যা:
কক্সবাজার জেলায় অবস্থিত মহেশখালী হলো বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। এখানে পাহাড় এবং সমুদ্রের অপূর্ব সমন্বয় দেখা যায়।
Related Questions
ক) আইন মন্ত্রী
খ) আইন সচিব
গ) অ্যাটর্নি জেনারেল
ঘ) সলিসিটর
Note : বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল বা মহান্যাযবাদী। তিনি সরকার কর্তৃক নিযুক্ত হন এবং আদালতে সরকারের পক্ষে আইনি লড়াই পরিচালনা করেন।
ক) 155
খ) 154
গ) 153
ঘ) 152
Note : বাংলাদেশ সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ বা Article রয়েছে। এটি ১১টি ভাগে বিভক্ত এবং এর ৭টি তফসিল রয়েছে।
ক) সাঁওতাল
খ) মাউরি
গ) গারো
ঘ) মুরং
Note : সাঁওতাল গারো এবং মুরং বাংলাদেশের পরিচিত উপজাতি। কিন্তু মাউরি নিউজিল্যান্ডের একটি আদিবাসী পলিনেশীয় জাতি।
ক) Black Sea
খ) Yellow Sea
গ) Red Sea
ঘ) Blue Sea
Note : কৃষ্ণ সাগর (Black Sea) পীত সাগর (Yellow Sea) এবং লোহিত সাগর (Red Sea) বাস্তবে বিদ্যমান। কিন্তু নীল সাগর (Blue Sea) নামে কোনো সাগরের অস্তিত্ব পৃথিবীর ভৌগোলিক মানচিত্রে নেই।
ক) আলবেনিয়া
খ) আলজেরিয়া
গ) মিশর
ঘ) দক্ষিণ আফ্রিকা
Note : আয়তনের দিক থেকে আফ্রিকার বৃহত্তম দেশ হলো আলজেরিয়া। ২০১১ সালে সুদান বিভক্ত হওয়ার পর আলজেরিয়া এই স্থান অধিকার করে।
ক) বাংলাদেশ
খ) ভুটান
গ) মালদ্বীপ
ঘ) শ্রীলংকা
Note : মালদ্বীপ দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ হিসেবে স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা চালু করে। স্টারলিংক হলো স্পেসএক্স পরিচালিত একটি স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প।
জব সলুশন