Choose the correctly spelt word :
ক) Surveillance
খ) Survillence
গ) Surveilance
ঘ) Survailance
বিস্তারিত ব্যাখ্যা:
Surveillance' শব্দটির সঠিক বানান S-U-R-V-E-I-L-L-A-N-C-E। এর অর্থ হলো নজরদারি।
Related Questions
ক) শুধু Distance মাপা যায়
খ) শুধু Angle মাপা যায়
গ) শুধু Elevation মাপা যায়
ঘ) Distance, Angle, Elevation মাপা যায়
Note : টোটাল স্টেশন একটি আধুনিক জরিপ যন্ত্র যা একই সাথে অনুভূমিক ও উল্লম্ব কোণ (Angle) দূরত্ব (Distance) এবং বিন্দুর উচ্চতা (Elevation) নির্ভুলভাবে পরিমাপ করতে পারে।
ক) মালয়েশিয়া
খ) শ্রীলঙ্কা
গ) ব্রুনাই
ঘ) থাইল্যান্ড
Note : ASEAN (Association of Southeast Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি দেশের একটি সংগঠন। শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার দেশ এবং এটি আসিয়ানের সদস্য নয়।
ক) Off spring
খ) Mouse
গ) Dictum
ঘ) Thesis
Note : Offspring' শব্দটি Singular এবং Plural উভয় ক্ষেত্রেই একই রকম থাকে। এর কোনো আলাদা Plural রূপ নেই। Mouse-এর Plural হলো mice।
ক) ১৯৭২ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৬ সালে
ঘ) ১৯৭৮ সালে
Note : বাংলাদেশ সরকার ১৯৭৬ সালে কবি কাজী নজরুল ইসলামকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা 'একুশে পদক' প্রদান করে।
ক) বৈশ্বিক বানিজ্য চুক্তি প্রচার করা
খ) আন্তর্জাতিক জীববৈচিত্র সংরক্ষন করা
গ) আন্তর্জাতিক সহযোগীতার মাধ্যমে জলবায়ু পরিবর্তন মূল্যায়ন ও মোকাবিলা করা
ঘ) বৈশ্বিক স্বাস্থ্যনীতি প্রতিষ্ঠা করা
Note : UNFCCC (United Nations Framework Convention on Climate Change) এর অধীনে প্রতি বছর Conference of the Parties (COP) অনুষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি ও নীতি নির্ধারণ করা।
ক) হৃতসর্বস্ব
খ) অনুসূয়া
গ) উদ্বাস্তু
ঘ) সর্বহারা
Note : যার সবকিছু বা সর্বস্ব হারিয়ে গেছে তাকে এক কথায় 'সর্বহারা' বলা হয়। 'হৃতসর্বস্ব' অর্থ যার সর্বস্ব হরণ করা হয়েছে তবে সর্বহারা বেশি প্রচলিত।
জব সলুশন