মৈমনসিংহ গীতিকা'র পালাগুলো সংগ্রহ করেন-
ক) হরপ্রসাদ শাস্ত্রী
খ) রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
গ) চন্দ্রকুমার দে
ঘ) দীনেশচন্দ্র সেন
Related Questions
ক) Who belongs to this book?
খ) Who does the book belong to?
গ) Whom does the book belong to?
ঘ) To who the book belong?
Note : Who' এখানে verb 'belong' এর subject নয় object। তাই auxiliary verb 'do/does' প্রয়োজন।
ক) Parallel flow
খ) Counter flow
গ) Cross flow
ঘ) কোনটিই নয়
Note : অটোমোবাইল বা গাড়ির রেডিয়েটর একটি ক্রস-ফ্লো (Cross-flow) হিট এক্সচেঞ্জার। এখানে গরম তরল (কুল্যান্ট) টিউবের মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং বাতাস এই টিউবগুলোর উপর দিয়ে আড়াআড়িভাবে প্রবাহিত হয়ে তাপ শোষণ করে নেয়।
ক) although
খ) however
গ) between
ঘ) despite
Note : ইংরেজি ব্যাকরণ অনুযায়ী 'despite' একটি preposition যা 'in spite of' এর সমার্থক। এরপরে একটি noun বা noun phrase বসে। বাক্যটির অর্থ হলো 'ঠান্ডা আবহাওয়া সত্ত্বেও আমরা বাইরে গিয়েছিলাম'। 'Although' একটি conjunction এবং এর পরে একটি clause বসে।
ক) Indicated ক্ষমতা
খ) Brake ক্ষমতা
গ) ঘর্ষন ক্ষমতা
ঘ) কোনটিই নয়
Note : ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় ইঞ্জিনের সিলিন্ডারের ভেতরে গ্যাসীয় চাপের ফলে যে মোট ক্ষমতা উৎপন্ন হয় তাকে Indicated Power বা Indicated Horsepower (IHP) বলে। এই ক্ষমতা থেকে ঘর্ষণজনিত ক্ষতি বাদ দিলে Brake Power (BHP) পাওয়া যায়।
ক) 25°C, 100% RH
খ) 20°C, 80% RH
গ) 24°C, 60% RH
ঘ) 28°C, 80% RH
Note : প্রকৌশল বিদ্যার HVAC (Heating Ventilation and Air Conditioning) শাখা অনুযায়ী মানুষের জন্য আরামদায়ক অবস্থা বা কমফোর্ট কন্ডিশন বলতে সাধারণত গ্রীষ্মকালে ২২°C থেকে ২৭°C তাপমাত্রা এবং ৪০% থেকে ৬০% আপেক্ষিক আর্দ্রতা (Relative Humidity) বোঝায়। প্রদত্ত অপশনগুলোর মধ্যে 24°C এবং 60% RH সবচেয়ে উপযুক্ত।
ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়
খ) পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
গ) রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
ঘ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Note : ২০২৪ সালের জুলাই ছাত্র-গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (রংপুর) ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন।
জব সলুশন