২০ জানুয়ারি ২০২৫ তারিখে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মত কোন সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন?
ক) বিশ্ব স্বাস্থ্য সংস্থা
খ) ইউনেস্কো
গ) জাতিসংঘ শিশু তহবিল
ঘ) বিশ্ব বাণিজ্য সংস্থা
বিস্তারিত ব্যাখ্যা:
ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছিলেন। প্রশ্নটি তার সম্ভাব্য দ্বিতীয় মেয়াদকে কেন্দ্র করে তৈরি যেখানে তিনি আবারও একই পদক্ষেপ নিতে পারেন এমন ইঙ্গিত দেওয়া হয়েছে।
Related Questions
ক) Hole
খ) Electron
গ) Hole and electron
ঘ) কোনটিই নয়
Note : ইলেকট্রনিক্সের সেমিকন্ডাক্টর অধ্যায়ে N-type অর্ধপরিবাহী তৈরি করা হয় পঞ্চযোজী অপদ্রব্য মিশিয়ে। এতে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায় তাই এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন এবং মাইনরিটি বা সংখ্যালঘু চার্জ ক্যারিয়ার হলো হোল (Hole)।
ক) আল কিন্দি
খ) ইবনে খালদুন
গ) আল গাজ্জালি
ঘ) আল ফারাবী
Note : ‘আল-মুকাদ্দিমা’ একটি বিশ্ববিখ্যাত ইতিহাস ও সমাজতত্ত্ব বিষয়ক গ্রন্থ। এর রচয়িতা হলেন চতুর্দশ শতকের আরব মুসলিম পণ্ডিত ও ঐতিহাসিক ইবনে খালদুন। তাকে সমাজবিজ্ঞান ও ইতিহাসতত্ত্বের অন্যতম জনক হিসেবে বিবেচনা করা হয়।
ক) ১৪ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান
খ) ১২ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান
গ) ১৫ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান
ঘ) ১৩ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান
Note : যেহেতু প্রশ্নপত্রটি ভবিষ্যতের তারিখের তাই এটি একটি সম্ভাব্য প্রশ্ন। প্রদত্ত উত্তর অনুযায়ী ২০২৫ সালে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করা হয়।
ক) fire
খ) chare
গ) scalde
ঘ) burn
Note : 'Scorch' একটি verb যার অর্থ হলো পুড়িয়ে দেওয়া বা ঝলসে দেওয়া (to burn the surface of something)। তাই 'burn' এর সবচেয়ে উপযুক্ত সমার্থক শব্দ।
ক) চ্যাটজিপিটি
খ) জেমিনি
গ) গ্রক
ঘ) ডিপসিক
Note : ChatGPT (OpenAI) Gemini (Google) এবং Grok (xAI) যথাক্রমে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানির AI মডেল। চীনের অনেকগুলো শক্তিশালী AI মডেল রয়েছে যেমন বাইডুর Ernie Bot এবং আলিবাবার Tongyi Qianwen। DeepSeek (ডিপসিক) চীনের একটি নতুন ও শক্তিশালী ওপেন সোর্স AI মডেল যা কোডিং ও গণিতে দক্ষতার জন্য সাড়া ফেলেছে।
ক) Beaurucracy
খ) Burocracy
গ) Bureaucracy
ঘ) Bureucracy
Note : সঠিক বানানটি হলো Bureaucracy। এর অর্থ হলো আমলাতন্ত্র বা রাষ্ট্রীয় প্রশাসন ব্যবস্থা।
জব সলুশন