নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত?
ক) পার্বত্য
খ) নিঃশ্বাস
গ) অনুপম
ঘ) কলম
বিস্তারিত ব্যাখ্যা:
পার্বত্য' শব্দটি 'পর্বত' এর সাথে 'ষ্য' প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়েছে। 'নিঃশ্বাস' ও 'অনুপম' দ্বারা গঠিত এবং 'কলম' মৌলিক শব্দ।
Related Questions
ক) যোগরূঢ়
খ) রূঢ়ি
গ) মৌলিক
ঘ) যৌগিক
Note : যোগরূঢ়' শব্দগুলি প্রত্যয় বা সমাসবদ্ধ হয়ে ব্যুৎপত্তিগত অর্থ বর্জন করে একটি বিশেষ অর্থ প্রকাশ করে। 'মহাযাত্রা' অর্থগতভাবে 'মৃত্যু' বা 'অন্তিম যাত্রা' বোঝায় যা একটি বিশেষ অর্থ।
ক) সিঙ্গাপুর
খ) এস্তোনিয়া
গ) টুভ্যালু
ঘ) মালদ্বীপ
Note : প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র টুভ্যালু জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বিলীন হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তাই দেশটি মেটাভার্সে তার একটি ডিজিটাল সংস্করণ তৈরি করছে এবং নিজেদের প্রথম ডিজিটাল রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করছে।```
ক) কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ
খ) জলবায়ু পরিবর্তন ও তাপমাত্রা নিয়ন্ত্রণ
গ) খাদ্য নিরাপত্তা
ঘ) সমুদ্রপৃষ্ঠের উচ্চতা
Note : COP-28 হলো জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন যা ২০২৩ সালে অনুষ্ঠিত হয়। এর মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিল জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা।
ক) অভিজিৎ ব্যানার্জী
খ) পিটার হ্যান্ডকে
গ) নিহন হিদানকায়ে
ঘ) নার্গিস মোহম্মদ
Note : ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে জাপানের নিহন হিদানকিয়ো (Nihon Hidankyo) নামের একটি পারমাণবিক অস্ত্রবিরোধী সংগঠন। (নার্গিস মোহাম্মদী ২০২৩ সালে পেয়েছিলেন)।
জব সলুশন