বৈদ্যুতিক বাতির ক্ষমতা নির্ধারণের একক কী?
ক) ভোল্ট
খ) এ্যাম্পিয়ার
গ) ওয়াট
ঘ) সবক'টি
বিস্তারিত ব্যাখ্যা:
বৈদ্যুতিক বাতির ক্ষমতা ওয়াট (Watt) এককে প্রকাশ করা হয় যা বিদ্যুৎ শক্তি খরচের হার নির্দেশ করে। ভোল্ট বিভব পার্থক্য এবং অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের একক।
Related Questions
ক) রূপপুর
খ) রামপাল
গ) কাপ্তাই
ঘ) পায়রা
Note : বাংলাদেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রটি রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী নদীর উপর।
ক) গ্যাস
খ) ফার্নেস ওয়েল
গ) সূর্যের আলো
ঘ) সবক'টি
Note : নবায়নযোগ্য জ্বালানি হলো সেই উৎস যা বারবার ব্যবহার করা যায় এবং যার মজুদ সহজে শেষ হয় না। সূর্যের আলো একটি নবায়নযোগ্য জ্বালানি। গ্যাস ও ফার্নেস ওয়েল অনবায়নযোগ্য।
ক) ওয়াট
খ) কিলোওয়াট
গ) ওয়াট আওয়ার
ঘ) কিলোওয়াট আওয়ার
Note : বিদ্যুৎ বিল সাধারণত কিলোওয়াট-ঘণ্টা (kWh) বা ওয়াট-ঘণ্টা (Wh) এককে হিসাব করা হয় যা Watt-hour (ওয়াট আওয়ার) দ্বারা প্রকাশ করা হয়।
ক) ১০০০ মে.ও.
খ) ১৫০০ মে.ও.
গ) ১৮০০ মে.ও.
ঘ) ২৪০০ মে.ও.
Note : রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ২৪০০ মেগাওয়াট (২টি ইউনিট প্রতিটি ১২০০ মেগাওয়াট)।
ক) বিদ্যুৎ উৎপাদন
খ) বিদ্যুৎ সঞ্চালন
গ) বিদ্যুৎ বিতরণ
ঘ) সবকটি
Note : পাওয়ার গ্রিডের প্রধান কাজ হলো উৎপাদন কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ উচ্চ ভোল্টেজে দূরবর্তী স্থানে সঞ্চালন করা।
ক) রূপা
খ) দস্তা
গ) ইস্পাত
ঘ) শুকনা কাঠ
Note : রূপা দস্তা ও ইস্পাত বিদ্যুৎ পরিবাহী ধাতু কিন্তু শুকনা কাঠ বিদ্যুৎ অপরিবাহী।
জব সলুশন