বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?

ক) 166
খ) 156
গ) 146
ঘ) 136
বিস্তারিত ব্যাখ্যা:
সাধারণ জ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক: বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্যপদ লাভ করে। অন্য সংখ্যাগুলো জাতিসংঘের সদস্যপদ লাভের ক্রমের সাথে সম্পর্কিত নয়।

Related Questions

ক) অধিকরণে শূন্য
খ) অপাদানে শূন্য
গ) করণে সপ্তমী
ঘ) কর্মে দ্বিতীয়া
Note : বাংলা ব্যাকরণ: 'সারারাত' শব্দটি সময় নির্দেশক এবং স্থান বা সময় বোঝালে তা অধিকরণ কারক হয়। এখানে কোনো বিভক্তি যোগ হয়নি তাই এটি অধিকরণে শূন্য বিভক্তি। অপাদান করণ ও কর্ম কারক ভিন্ন অর্থ ও প্রয়োগ বোঝায়।
ক) একবচন
খ) বহুবচন
গ) উভয়
ঘ) কোনোটিই নয়
Note : বাংলা ব্যাকরণ: 'বনে বনে' দ্বারা একাধিক বনকে বোঝানো হয়েছে এবং 'ফুল ফুটেছে' দ্বারা অনেক ফুল ফোটার ইঙ্গিত দেওয়া হয়েছে তাই এখানে 'ফুল' শব্দটি বহুবচন। 'একবচন' একটিমাত্র বস্তুকে বোঝায়।
ক) ভয়+ঋত
খ) ভয়া+ঋত
গ) ভয়+আর্ত
ঘ) ভয়া+আর্ত
Note : বাংলা ব্যাকরণ: 'ভয়ার্ত' শব্দটি হলো স্বরসন্ধির উদাহরণ যার সঠিক সন্ধি-বিচ্ছেদ হলো ভয়+ঋত অ+ঋ = আর।
ক) মিশর
খ) ইরাক
গ) ইরান
ঘ) কোনোটিই নয়
Note : সাধারণ জ্ঞান ভূগোল: সুয়েজ খাল মিশরে অবস্থিত এবং এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করেছে। ইরাক ইরান বা অন্য কোনো দেশে সুয়েজ খাল অবস্থিত নয়।
ক) জাপান
খ) চীন
গ) ফ্রান্স
ঘ) যুক্তরাজ্য
Note : সাধারণ জ্ঞান: বাংলাদেশের প্রথম মেট্রোরেলের কোচসমূহ জাপান থেকে আমদানি করা হয়েছে। অন্য কোনো দেশ থেকে সরাসরি কোচ আমদানি করা হয়নি।
ক) অবহিত
খ) অনুক্ত
গ) অব্যক্ত
ঘ) অনুরোধ
Note : বাংলা ব্যাকরণ: 'যা বলা হয়নি' এর এককথায় প্রকাশ হলো 'অনুক্ত'। 'অবহিত' মানে জানানো হয়েছে এমন 'অব্যক্ত' মানে যা প্রকাশ করা হয়নি অনুরোধ একটি ক্রিয়া।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন