x টাকার x% সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান কত?
ক) 10
খ) 20
গ) 25
ঘ) 50
বিস্তারিত ব্যাখ্যা:
গণিত মুনাফা: সরল মুনাফার সূত্র I = Prn। এখানে I=x P=x r=x/100 n=4। তাহলে x = x * x/100 * 4। 1 = 4x/100। 4x = 100। x = 25।
Related Questions
ক) 1
খ) 2
গ) 3
ঘ) 4
Note : গণিত পাটিগণিত: যদি সংখ্যা দুটি x ও y হয় তবে x+y=15 এবং x-y=13। এই দুটি সমীকরণ বিয়োগ করলে 2y=2 অর্থাৎ y=1। ছোট সংখ্যাটি 1।
ক) ২ গুণ
খ) ৩ গুণ
গ) ৪ গুণ
ঘ) ৬ গুণ
Note : গণিত পরিমিতি: বৃত্তের ক্ষেত্রফল πr^2। যদি ব্যাস দ্বিগুণ হয় ব্যাসার্ধও দ্বিগুণ হবে 2r। নতুন ক্ষেত্রফল π2r^2 = 4πr^2। অর্থাৎ ক্ষেত্রফল ৪ গুণ হবে।
ক) whom
খ) where
গ) when
ঘ) whose
Note : English Grammar: এখানে একটি স্থানকে নির্দেশ করা হচ্ছে যেখানে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। তাই স্থানবাচক relative adverb 'where' সঠিক। 'whom' ব্যক্তিবাচক কর্ম 'when' সময়বাচক এবং 'whose' অধিকারবাচক।
ক) I saw him recently.
খ) I have seen him recently.
গ) I had seen him recently.
ঘ) I seeing him recently.
Note : English Grammar: 'Recently' শব্দটি Present Perfect Tense এর নির্দেশক তাই 'have seen' সঠিক। 'saw' Past Indefinite 'had seen' Past Perfect এবং 'seeing' Continuous Tense এর জন্য।
ক) স্থূলকোণী
খ) সমকোণী
গ) সমবাহু
ঘ) কোনোটিই নয়
Note : গণিত জ্যামিতি: ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°। যদি একটি কোণ অন্য দুটি কোণের সমষ্টির সমান হয় তবে সেই কোণটি ৯০° হবে। কারণ x + x = 180° অর্থাৎ 2x = 180° অর্থাৎ x = 90°। ৯০° কোণযুক্ত ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলে।
ক) 51
খ) 68
গ) 85
ঘ) 102
Note : গণিত ভগ্নাংশ: যদি সংখ্যাটি x হয় তবে x/2 - x/3 = 17। 3x - 2x/6 = 17। x/6 = 17। x = 17 * 6 = 102।
জব সলুশন