তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশী হয়?
ক) চলিতরীতি
খ) সাধুরীতি
গ) মিশ্ররীতি
ঘ) আঞ্চলিক রীতি
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলা ব্যাকরণ: সাধুরীতিতে তৎসম শব্দ এবং ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপের ব্যবহার অধিক হয়। চলিতরীতিতে তদ্ভব ও অর্ধ-তৎসম শব্দের ব্যবহার বেশি। চলিতরীতিতে তত্সম শব্দের ব্যবহার কম মিশ্ররীতি নির্দিষ্ট ভাষারীতি নয়।
Related Questions
ক) কর্তায় শূন্য
খ) অপাদানে সপ্তমী
গ) কর্মে শূন্য
ঘ) করণে সপ্তমী
Note : বাংলা ব্যাকরণ: 'কাকে ডাকো?' - ডাক্তারকে। এখানে 'ডাক্তার' শব্দটি ক্রিয়াপদের কর্ম তাই এটি কর্ম কারক। কোনো বিভক্তি না থাকায় এটি শূন্য বিভক্তি। কর্তা অপাদান বা করণ কারক ভিন্ন বিষয়।
ক) সিলেট
খ) কুমিল্লা
গ) নেত্রকোনা
ঘ) বান্দরবান
Note : সাধারণ জ্ঞান বাংলাদেশের ভূপ্রকৃতি: বগা লেক বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক হ্রদ। অন্যান্য জেলায় বগা লেক অবস্থিত নয়।
ক) জাতিসংঘ
খ) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা
গ) বিশ্ব সাস্থ্য সংস্থা
ঘ) বৃটিশ কমনওয়েলথ
Note : সাধারণ জ্ঞান আন্তর্জাতিক সংস্থা: বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১২ নভেম্বর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর সদস্যপদ লাভ করে যা বাংলাদেশের কোনো আন্তর্জাতিক সংস্থার প্রথম সদস্যপদ। জাতিসংঘ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ পরে লাভ করে।
ক) নেতিবাচক
খ) অনুজ্ঞাবাচক
গ) বিবৃতিবাচক
ঘ) প্রশ্নবাচক
Note : বাংলা ব্যাকরণ: যে বাক্যে প্রার্থনা আশীর্বাদ অনুরোধ বা আদেশ প্রকাশ পায় তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলে। 'তার মঙ্গল হোক' একটি আশীর্বাদমূলক বাক্য। নেতিবাচক বাক্য নয় প্রশ্নবাচক বাক্য প্রশ্ন করে এবং বিবৃতিবাচক বাক্য সাধারণ তথ্য দেয়।
ক) ভুটান
খ) নেপাল
গ) শ্রীলংকা
ঘ) মালদ্বীপ
Note : সাধারণ জ্ঞান ভূগোল: আয়তনের দিক থেকে মালদ্বীপ এশিয়ার ক্ষুদ্রতম দেশ। অন্যান্য দেশগুলো মালদ্বীপের চেয়ে বড়।
জব সলুশন