ষোল নয় আমার মাতৃভাষার ষোলশত রূপ”- কে বলেছেন?
ক) ড. নীলিমা ইব্রাহিম
খ) ড. আহম্মদ শরীফ
গ) মুনীর চৌধুরী
ঘ) ড. মুহম্মদ রফিকুল ইসলাম
বিস্তারিত ব্যাখ্যা:
এই বিখ্যাত উক্তিটি শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর। তিনি বাংলা ভাষার বিশালতা ও বহুবিধ রূপ প্রকাশ করতে এই কথাটি বলেছেন।
Related Questions
ক) বায়ান্নর দিনগুলি
খ) ফেব্রুয়ারী ১৯৬৯
গ) একুশে ফেব্রুয়ারি
ঘ) একুশ মানে মাথা নত না করা
Note : আবুল হোসেন রচিত 'একুশে ফেব্রুয়ারি' ভাষা আন্দোলনভিত্তিক একটি পরিচিত কবিতা। এটি ভাষা আন্দোলনের স্মৃতি ও চেতনাকে ধারণ করে।
ক) মৃত্যুক্ষুধা
খ) জীবনক্ষুধা
গ) আরেক ফালগুন
ঘ) লালসালু
Note : জহির রায়হানের 'আরেক ফাল্গুন' ভাষা আন্দোলন ভিত্তিক একটি কালজয়ী উপন্যাস। এটি আন্দোলনের প্রেক্ষাপট এবং মানুষের আত্মত্যাগের চিত্র তুলে ধরে।
ক) মুনীর চৌধুরী
খ) হাসান হাফিজুর রহমান
গ) শামসুর রাহমান
ঘ) গাজীউল হক
Note : ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সংকলন 'একুশে ফেব্রুয়ারি' এর সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। এটি ভাষা আন্দোলনের প্রথম সাহিত্যিক প্রকাশনা ছিল।
ক) যে অরন্যে আলো নেই
খ) ফেরারী সূর্য
গ) দেয়াল
ঘ) নীল দংশন
Note :
- নীলিমা ইব্রাহিম রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘যে অরণ্যে আলো নেই' (১৯৭৪)। এ নাটকে মুক্তিযুদ্ধের সময় যৌন নির্যাতনের শিকার এক নারী নিজের পীড়াদায়ক অভিজ্ঞতা ব্যক্ত করেছেন।
- হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপট ভিত্তিক উপন্যাস 'দেয়াল' (২০১২);
- রাবেয়া খাতুন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘ফেরারী সূর্য (১৯৭৪);
- সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘নীলদংশন’ (১৯৮১)।
ক) সেলিম আল দীন
খ) শাহরিয়ার কবির
গ) সৈয়দ শামসুল হক
ঘ) মামুনুর রশীদ
Note : শাহরিয়ার কবিরের লেখা 'একাত্তরের যীশু' একটি বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প। এটি শিশুদের জন্য রচিত মুক্তিযুদ্ধের একটি কালজয়ী সৃষ্টি।
ক) সুবচর নির্বাসনে
খ) রক্তাক্ত প্রান্তর
গ) নূরলদীনের সারাজীবন
ঘ) পায়ের আওয়াজ পাওয়া যায়
Note : সৈয়দ শামসুল হক রচিত 'পায়ের আওয়াজ পাওয়া যায়' একটি বিখ্যাত কাব্যনাটক যা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা। এটি মুক্তিযুদ্ধের বাস্তব অভিজ্ঞতা ও আত্মত্যাগের চিত্র তুলে ধরে।
জব সলুশন