‘গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?
ক) শশাঙ্কদেবের
খ) লক্ষ্মণ সেনের
গ) যশোবর্মনের
ঘ) হর্ষবর্ধনের
বিস্তারিত ব্যাখ্যা:
'গীতগোবিন্দ' কাব্যের রচয়িতা জয়দেব বাংলার সেন বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা লক্ষ্মণ সেনের সভাকবি ছিলেন। তিনি ছিলেন সংস্কৃত সাহিত্যের একজন প্রখ্যাত কবি।
Related Questions
ক) উপপদ
খ) প্রাতিপদিক
গ) প্রপদ
ঘ) পূর্বপদ
Note : কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে 'উপপদ' বলা হয়। এটি বাংলা ব্যাকরণের একটি বিশেষ পরিভাষা যা কৃৎ প্রত্যয় যোগে গঠিত পদের আগের পদকে বোঝায়।
ক) প্রবীণ
খ) জেঠামি
গ) সরোজ
ঘ) মিতালি
Note : মিতালি একটি যৌগিক শব্দ যা 'মিতা' মূল শব্দ থেকে 'আলি' প্রত্যয় যোগে গঠিত। যৌগিক শব্দগুলো তাদের উপাদান শব্দের অর্থের সাথে সম্পর্কিত একটি নতুন অর্থ প্রকাশ করে।
ক) শিরশ্ছেদ দরিদ্রতা সমীচীন
খ) শিরোশ্ছেদ দারিদ্র্য সমীচিন
গ) শিরঃশ্ছেদ দরিদ্রতা সমিচীন
ঘ) শিরচ্ছেদ দরিদ্রতা সমীচীন
Note : শিরশ্ছেদ দরিদ্রতা সমীচীন এই শব্দগুচ্ছের সকল বানান ব্যাকরণগতভাবে শুদ্ধ। বাংলা বানানের নিয়ম অনুযায়ী শব্দগুলো সঠিকভাবে গঠিত।
ক) খাঁচায়
খ) জননী
গ) নবান্ন
ঘ) ওষ্কার
Note : শওকত ওসমানের 'ওঙ্কার' একটি বিখ্যাত ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস। এটি ভাষা আন্দোলনের চেতনা ও মানুষের আত্মত্যাগকে ফুটিয়ে তোলে।
ক) জাফর ইকবাল
খ) হুমায়ুন আহমেদ
গ) আবদুল্লাহ আল মুতি
ঘ) আবুল মুনসুর আহমেদ
Note : আবদুল্লাহ আল মুতি বিজ্ঞান শিক্ষাকে মাতৃভাষার মাধ্যমে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ইউনেস্কো প্রদত্ত 'কলিঙ্গ' পুরস্কার লাভ করেন।
ক) প্রমথ চৌধুরীর
খ) রবীন্দ্রনাথ ঠাকুরের
গ) আবুল মনসুর আহমদের
ঘ) সৈয়দ মুজতবা আলীর
জব সলুশন