বাংলাদেশ ICCPR এর স্বাক্ষরকারী একটি দেশ। ICCPR এর পূর্ণরূপ কী?

ক) International Conference on Civil and Political Rights
খ) International Conference of Civil and Political Rights
গ) International Convenant on Civil and Political Rights
ঘ) International Convenant of Civil and Political Rights
বিস্তারিত ব্যাখ্যা:
ICCPR এর পূর্ণরূপ হলো International Covenant on Civil and Political Rights (ইন্টারন্যাশনাল কভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস)। এটি একটি আন্তর্জাতিক চুক্তি যা নাগরিক ও রাজনৈতিক অধিকার রক্ষা করে। বাংলাদেশ এই চুক্তির স্বাক্ষরকারী দেশ।

Related Questions

ক) অস্ট্রেলিয়া
খ) ফ্রান্স
গ) নিউজিল্যান্ড
ঘ) কানাডা
Note : Five Eyes' হলো একটি গোয়েন্দা জোট যার সদস্য দেশগুলো হলো অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ফ্রান্স এই জোটের সদস্য দেশ নয়।
ক) participle
খ) infinitive
গ) verbal noun
ঘ) gerund
Note :

• They talked about going on a vacation.
- Here 'going' is a gerund.

- Here, “going” comes after the preposition “about”, so it must function as a noun.
- প্রদত্ত বাক্যে, going (verb+ing)- preposition “about” -এর object হিসেবে বসে noun -এর কাজ করেছে তাই এটি gerund.
- অর্থাৎ, 'going' এখানে যাওয়ার কাজ (an act or instance of going) বুঝাচ্ছে।
- এটি participle নয়, কারণ এই বাক্যে এটি কোনো noun/pronoun কে modify করেনি।
 
• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.

• Functions of the Gerund:
1. As a subject of a verb: Rising early is a good habit.
2. As an object of a verb: I like reading poetry.
3. As an object of a preposition: I am tired of waiting.
4. As a complement of a verb: Seeing is believing.
5. As absolutely (part of a compound noun): This is my writing table.

অন্যদিকে,
• Present participle:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি adjective -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও adjective -এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সহজ ভাষায় → present participle হলো Verb + ing = adjective = Verb + adjective কাজ করে।
- Present participle দ্বারা চলমান sense বোঝায়।
- যেমন: Everything was in going order.

• Infinitive:
- Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
- যেমন: go, to go.

• Infinitive দুই রকম হতে পারে। যেমন:
- To -যুক্ত infinitive এবং
- To -বিহীন infinitive বা Bare Infinitive.

• Verbal Noun:
- কোন বাক্যের Verb + ing - এর পূর্বে the এবং পরে of থাকলে তাকে Verbal Noun বলে।
- The + verb+ing + of = verbal noun.
- যেমন: The making of the plan is in hand.

ক) ইয়াংসি
খ) লিজিয়াং
গ) হুয়াইলি
ঘ) ইয়ারলাং সাংপো
Note : চীন, ভারত ও বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে ইয়ারলাং সাংপো (Yarlung Tsangpo) নামে পরিচিত। এই নদীটি তিব্বতের কৈলাস পর্বতমালায় উৎপত্তিলাভ করেছে।
ক) আজারবাইজান
খ) ভারত
গ) পাকিস্তান
ঘ) ইরান
Note : সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) এর সদস্য দেশগুলোর মধ্যে আজারবাইজান পূর্ণ সদস্য নয় (আজারবাইজান একটি ডায়ালগ পার্টনার)। ভারত, পাকিস্তান এবং ইরান (ইরান ২০২৩ সালের জুলাই মাসে পূর্ণ সদস্য হয়েছে) এই সংস্থার পূর্ণ সদস্য।
ক) Generalized System of Preference.
খ) Global System of Positioning.
গ) Global Strategic Partnership.
ঘ) Government Support Program.
Note : জিএসপি (GSP) এর পূর্ণরূপ হলো Generalized System of Preferences (জেনারালাইজড সিস্টেম অফ প্রেফারেন্সেস)। এটি একটি বাণিজ্য নীতি যেখানে উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশ থেকে নির্দিষ্ট পণ্য আমদানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধা দেয়।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন