'We work every day except Friday'. In this sentence ‘except' is a/an-

ক) adjective
খ) noun
গ) preposition
ঘ) pronoun
বিস্তারিত ব্যাখ্যা:
We work every day except Friday' বাক্যে 'except' একটি preposition (পদান্বয়ী অব্যয়)। এটি 'Friday' কে 'every day' এর থেকে বাদ দিয়ে বোঝানোর জন্য ব্যবহৃত হয়েছে , অর্থাৎ একটি বর্জনমূলক সম্পর্ক স্থাপন করেছে।

Related Questions

ক) a slice of the cake
খ) an attractive but unnecessary addition
গ) an attractive service
ঘ) an attractive and essential enhancement
Note : Icing on the cake' একটি বাগধারা যার অর্থ হলো এমন কিছু যা একটি ভালো জিনিসকে আরও ভালো করে তোলে কিন্তু সেটি অপরিহার্য নয়। অর্থাৎ এটি একটি অতিরিক্ত আকর্ষণীয় সংযোজন যা না থাকলেও মূল বিষয়টি খারাপ হতো না। তাই 'an attractive but unnecessary addition' সঠিক ব্যাখ্যা।
ক) 5
খ) 25
গ) 1
ঘ) 10
Note : যদি ১ জন লোক ১ মিনিটে ১টি কলা খেতে পারে , তার মানে প্রতিটি লোক প্রতি মিনিটে ১টি কলা খাওয়ার ক্ষমতা রাখে। এখন, যদি ৫ জন লোক থাকে এবং ৫টি কলা থাকে , তাহলে প্রতিটি লোক আলাদা আলাদাভাবে একটি করে কলা ১ মিনিটে খেয়ে ফেলতে পারবে। কাজটা একই সময়ে সম্পন্ন হবে তাই মোট ১ মিনিটই সময় লাগবে।
ক) The despot had been thought to be corrupt
খ) It was thought that the despot was corrupt
গ) The despot was thought to be corrupt
ঘ) The despot is thought to be corrupt
Note : বাক্যটি সক্রিয় থেকে কর্মবাচ্যে রূপান্তরের প্রশ্ন। মূল বাক্যটি অতীতকালে (thought) রয়েছে। "The despot was thought to be corrupt" এই বাক্যটি সঠিকভাবে কর্মবাচ্যে রূপান্তরিত হয়েছে কারণ এখানে 'thought' এর অতীত কাল 'was thought' ব্যবহৃত হয়েছে এবং 'the despot' কে প্রধান বিষয়বস্তু করা হয়েছে।
ক) মুসলিম লীগ
খ) সর্ব ভারতীয় জাতীয় কংগ্রেস
গ) আর.এস.এস.
ঘ) জমিয়েত-ই-হিন্দ
Note : আশিস নন্দী, শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বি-জাতি তত্ত্বের প্রাথমিক ধারণাটি আর.এস.এস. (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ)-এর মত সংগঠনের হিন্দুত্ববাদী আদর্শ থেকে উদ্ভূত হয়েছিল। যদিও মুসলিম লীগ পরে পৃথক মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করে, তবে এই লেখকদের মতে জাতিগত বিভাজনের মূল ধারণাটি আর.এস.এস. এর মত সংগঠন থেকে এসেছে।
ক) Robinson Crusoe
খ) A Doll's House
গ) Vanity Fair
ঘ) Gulliver's Travels
Note : এই উদ্ধৃতিটি জোনাথন সুইফটের ব্যঙ্গাত্মক উপন্যাস 'Gulliver's Travels' থেকে নেওয়া হয়েছে। উপন্যাসের প্রধান চরিত্র গালিভার মানবজাতির প্রতি বিতৃষ্ণা প্রকাশ করতে এই উক্তিটি করেছিল।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন