দেশী ভাষে কহ তাহে পাঞ্চালীর ছন্দে। সকলে শুনিয়া যেন বুঝয় সানন্দে।’ এই কাব্যাংশের কবি কে?
ক) দৌলত কাজী
খ) শেখ আব্দুল হাকিম
গ) কোরেশী মাগন ঠাকুর
ঘ) সৈয়দ আব্দুল করিম
বিস্তারিত ব্যাখ্যা:
উক্তিটি মধ্যযুগের কবি দৌলত কাজীর। তিনি সহজ ও সরল ভাষায় কাব্য রচনা করে সাধারণ মানুষকেও আনন্দ দিতে চেয়েছিলেন এবং এই উক্তির মাধ্যমে তার রচনার উদ্দেশ্য প্রকাশ করেছেন।
Related Questions
ক) আলাওল
খ) দৌলত কাজী
গ) মাগন ঠাকুর
ঘ) মরদন
Note : এটি মধ্যযুগের বিখ্যাত কাব্য ও তার রচয়িতা সম্পর্কিত একটি প্রশ্ন। 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্যটি আরাকান রাজসভার অন্যতম কবি দৌলত কাজীর রচনা।
ক) আলাওল
খ) কোরেশী মাগন
গ) দৌলত কাজী
ঘ) সৈয়দ সুলতান
Note : মধ্যযুগের কবি দৌলত কাজী রচিত 'সতীময়না ও লোরচন্দ্রানী' কাব্যটি লৌকিক প্রণয়কাহিনি বা আখ্যানমূলক কাব্যের প্রথম উদাহরণ হিসেবে পরিচিত।
ক) সৈয়দ সুলতান ও মুহাম্মদ কবির
খ) মহাকবি আলাওল ও দৌলত কাজী
গ) মহাকবি আলাওল ও সৈয়দ সুলতান
ঘ) কালীরাম দাস ও মহাকবি আলাওল
Note : মহাকবি আলাওল এবং দৌলত কাজী ছিলেন আরাকান রাজসভার দুইজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি যারা এই রাজসভার পৃষ্ঠপোষকতায় তাদের শ্রেষ্ঠ কাব্যগুলো রচনা করেন।
ক) ষোড়শ শতকে
খ) সপ্তদশ শতকে
গ) পঞ্চদশ শতকে
ঘ) অষ্টাদশ শতকে
Note : আরাকান রাজসভায় বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা সপ্তদশ শতকে (১৬০০-১৭০০ খ্রিস্টাব্দ) সবচেয়ে বেশি হয় যখন মহাকবি আলাওল দৌলত কাজী প্রমুখের হাত ধরে সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল।
জব সলুশন