হিন্দি ও ফারসি কাব্য থেকে কোন কাব্য ধারার প্রচলন হয়েছে?
ক) নাথসাহিত্য
খ) প্রণয়োপাখ্যান
গ) পদাবলি
ঘ) মঙ্গলকাব্য
বিস্তারিত ব্যাখ্যা:
প্রণয়োপাখ্যান বা রোমান্টিক কাহিনিগুলো প্রধানত ফারসি কবিদের রচনা থেকে বাংলায় অনুবাদের মাধ্যমে আসে। হিন্দি ভাষার আওধি ও ব্রজবুলি অঞ্চলের কাব্য থেকেও এর প্রভাব দেখা যায়।
Related Questions
ক) নাথসাহিত্য
খ) রোমান্টিক প্রণয়োপাখ্যান
গ) জীবনীকাব্য
ঘ) মঙ্গলকাব্য
Note : মধ্যযুগে মুসলমান কবিরা মূলত ফারসি ও হিন্দি কাব্য দ্বারা প্রভাবিত হয়ে রোমান্টিক প্রণয়োপাখ্যান রচনা করেন যা বাংলা সাহিত্যে এক নতুন ধারা যোগ করে। নাথসাহিত্য ও মঙ্গলকাব্য মূলত হিন্দু সমাজের লোকসাহিত্য ছিল।
ক) পান
খ) টোট
গ) কপালের
ঘ) গাল
Note : তাঁবূল' একটি সংস্কৃত শব্দ যার বাংলা অর্থ হলো 'পান'।
ক) ঠোঁটের পরশে পান লাল হল
খ) অস্তাচলগামী সূর্য্যের আভায় মুখ রঞ্জিত দেখা গেল
গ) পানের পরশে ঠোঁট লাল হল
ঘ) অস্তাচলগামী সূর্য ও মুখ একই রকম লাল হয়ে গেল
Note : এই পঙ্ক্তিটির সঠিক অর্থ জানতে চাওয়া হয়েছে। এখানে 'তাঁবূল' মানে পান 'রাতূল' মানে লাল 'অধর পরশে' মানে ঠোঁটের স্পর্শে। অর্থাৎ ঠোঁটের পরশে পান লাল হয়ে গেল।
ক) শাহ মুহম্মদ সগীর
খ) কোরেশী মাগন ঠাকুর
গ) আলাওল
ঘ) মুখম্মদ কবির
Note : বিখ্যাত এই পঙ্ক্তিটি মহাকবি আলাওলের রচনা যা তাঁর 'পদ্মাবতী' কাব্যের অংশ এবং এটি একটি সৌন্দর্য বর্ণনা।
ক) সঙ পয়কর
খ) সৈয়ফুলমুলুক-বদিউজ্জামাল
গ) পদ্মাবতী
ঘ) তোহ্ফা
Note : সাহিত্য সমালোচকদের মতে কবি আলাওলের প্রথম কাব্য হলো 'পদ্মাবতী' যা একটি অনুবাদ কর্ম।
ক) নাসির মাহমুদ
খ) আলাওল
গ) সৈয়দ সুলতান
ঘ) শাহ গরীবুল্লাহ
Note : আরাকান রাজসভার কবিদের মধ্যে মহাকবি আলাওল তাঁর ব্যাপক সাহিত্যকর্ম ও গুণের কারণে শ্রেষ্ঠ হিসেবে পরিচিত।
জব সলুশন